সেরার লড়াইয়ে কামিন্দু মেন্ডিসের সঙ্গে আছেন তার স্বদেশি প্রাবাথ জায়াসুরিয়া ও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।
Published : 07 Oct 2024, 05:45 PM
ব্যাট হাতে গত মাসে চোখ ধাঁধানো পারফরম্যান্সের দারুণ স্বীকৃতি পেতে পারেন কামিন্দু মেন্ডিস। আইসিসি ‘প্লেয়ার অব দা মান্থ’ পুরস্কারের মনোনয়ন পেয়েছেন শ্রীলঙ্কার এই অলরাউন্ডার। সেপ্টেম্বর মাসের সেরার লড়াইয়ে আরও আছেন তার স্বদেশি প্রাবাথ জায়াসুরিয়া ও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড।
গত মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম সোমবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা। মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় আছেন ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট, আয়ারল্যান্ডের এমি ম্যাগুইয়ার ও সংযুক্ত আরব আমিরাতের এশা ওঝা।
কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা)
২৬ বছর বয়সী এই ক্রিকেটার ২০২৪ সালে পারফরম্যান্স দিয়ে খবরের শিরোনামে এসেছেন কয়েক দফায়। বাঁহাতি ব্যাটসম্যান সেপ্টেম্বরে চার টেস্টে ৪৫১ রান করেন ৯০.২০ গড়ে। দা ওভালে ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার স্মরণীয় জয়ের টেস্টে ৬৪ রান করেন তিনি একমাত্র ইনিংসে।
গলে নিউ জিল্যান্ডের প্রথম টেস্টে ১১৪ রানের পর দ্বিতীয় ম্যাচে খেলেন অপরাজিত ১৮২ রানের ইনিংস। সুদীর্ঘ টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের প্রথম আট টেস্টেই পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলার কীর্তি গড়েন তিনি। ৭৫ বছরের মধ্যে দ্রুততম এক হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন।
ট্রাভিস হেড (অস্ট্রেলিয়া)
সেপ্টেম্বরে সংক্ষিপ্ত সংস্করণে ৯ ম্যাচে ব্যাট হাতে ৪৩০ রানের পাশাপাশি বোলিংয়ে ৬ উইকেট নেন হেড। বিধ্বংসী এই ওপেনার স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ২৫ বলে ৮০ রানের ইনিংস দিয়ে শুরু করেন মাসের পথচলা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে করেন ২৩ বলে ৫৯।
ইংলিশদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অফ স্পিনে ২ উইকেট নেওয়ার পর রান তাড়ায় খেলেন ১২৯ বলে অপরাজিত ১৫৪ রানের ম্যাচ জয়ী ইনিংস। সিরিজ নির্ধারণী পঞ্চম ওয়ানডেতে বোলিংয়ে ২৮ রানে ৪ উইকেট নেওয়ার পর ৩১ রানের ইনিংসে আরেকবার তিনি জেতেন ম্যাচ সেরার পুরস্কার, হন সিরিজ সেরাও।
দ্বিতীয়বার মাস সেরা হওয়ার হাতছানি হেডের সামনে। প্রথমবার হয়েছিলেন ২০২৩ সালের নভেম্বরে।
প্রাবাথ জায়াসুরিয়া (শ্রীলঙ্কা)
গত মাসে বল হাতে আলো ছড়ান শ্রীলঙ্কার এই বাঁহাতি স্পিনার। লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে হারের টেস্টে তিনি নেন ৩ উইকেট। নিজের সেরাটা মেলে ধরেন ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে। প্রথম টেস্টে ৯ উইকেট নিয়ে জেতেন ম্যাচ সেরার পুরস্কার। এর মধ্যে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন ৬৮ রানে। দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ৬টিসহ এবারও তিনি ম্যাচে নেন ৯ উইকেট।
এর আগে ২০২২ সালের জুলাইয়ে মাস সেরা নির্বাচিত হয়েছিলেন তিনি।
ট্যামি বিউমন্ট (ইংল্যান্ড)
৩০ বছর বয়সী এই ব্যাটার সেপ্টেম্বরে সংক্ষিপ্ত সংস্করণে ৫ ম্যাচে করেন ২৭৯ রান। বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে খেলেন ১৩৯ বলে অপরাজিত ১৫০ রানের ইনিংস। ওই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নেয় ইংল্যান্ড। শেষ ওয়ানডেতে তিনি ফিফটি করলেও হেরে যায় দল। পরে দুটি টি-টোয়েন্টিতে ২৭ ও ৪০ রান করেন বিউমন্ট।
এর আগে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেরার পুরস্কার জিতেছিলেন তিনি।
এমি ম্যাগুইয়ার (আয়ারল্যান্ড)
ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ক্যারিয়ার সেরা বোলিংয়ে ১৯ রানে ৫ উইকেট নিয়ে আয়ারল্যান্ডের জয়ের নায়ক ছিলেন তিনি। ২০০১ সালের পর ইংলিশদের বিপক্ষে তাদের প্রথম ওয়ানডে জয় সেটি। পরে দলটির বিপক্ষে দুই টি-টোয়েন্টিতে তিনি নেন ৫ উইকেট।
এশা ওঝা (সংযুক্ত আরব আমিরাত)
গত মাসে নামিবিয়ায় সংযুক্ত আরব আমিরাতের ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ জয়ে ব্যাটে-বলে অবদান রাখেন অধিনায়ক এশা। এই অফ স্পিনিং অলরাউন্ডার ৬ ম্যাচে ব্যাট হাতে করেন ২০৯ রান, উইকেট নেন ৮টি। এর মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেন ৪৫ বলে ৮৪ রানের ইনিংস।
আইসিসির ভোটিং একাডেমি ও ক্রিকেট সমর্থকদের যৌথ ভোটে নির্বাচন করা হয় মাসের সেরা দুই ক্রিকেটার। ভোটিং একাডেমিতে আছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকাররা। তারা ভোট দেন ই-মেইলে, আইসিসির নিবন্ধিত সমর্থকদের ভোট দিতে হয় আইসিসির ওয়েবসাইটে।
সেরার রায়ে ভোটিং একাডেমির ভোট বিবেচনায় নেওয়া হয় শতকরা ৯০ ভাগ, সমর্থকদের ভোট বাকি ১০ ভাগ।