বাংলাদেশের বিপক্ষে পাওয়া চোটে কয়েক ম্যাচে মাঠের বাইরে থাকতে হবে নিউ জিল্যান্ড অধিনায়ককে।
Published : 14 Oct 2023, 03:12 PM
লিগামেন্টের সমস্যা কাটিয়ে মাঠে নামার দিনেই আঙুলে চোট পেলেন কেন উইলিয়ামসন। বিশ্বকাপে সামনের কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না নিউ জিল্যান্ডের নিয়মিত অধিনায়ক।
নিউ জিল্যান্ড ক্রিকেট বোর্ড শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে উইলিয়ামসনের আঙুলে চিড় ধরা পড়ার খবর জানিয়েছে। মাঠে ফিরতে তার কত দিন লাগবে, তা নির্দিষ্ট করে বলেনি তারা।
বিবৃতিতে বলা হয়েছে, আগামী মাসে প্রথম পর্বের শেষ দিকের ম্যাচগুলোতে উইলিয়ামসনের ফেরার আশা করছে তারা।।
অধিনায়কের 'কাভার' হিসেবে টম ব্লান্ডেলকে তারা দেশ থেকে উড়িয়ে আনছে। তবে এখনই তাকে আনুষ্ঠানিকভাবে স্কোয়াডে যুক্ত করা হবে না।
গত মার্চে আইপিএলের সময় পাওয়া লিগামেন্টের চোটে প্রায় সাত মাস মাঠের বাইরে ছিলেন উইলিয়ামসন। চেন্নাইয়ে শুক্রবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে ফেরেন অভিজ্ঞ ব্যাটসম্যান।
দলকে জয়ের দিকে এগিয়ে নেওয়ার পথে দারুণ ফিফটি করেন উইলিয়ামসন। ইনিংসের ৩৮তম ওভারে মিড অফ থেকে নাজমুল হোসেন শান্তর একটি থ্রো সরাসরি লাগে উইলিয়ামসনের বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে।
প্রাথমিক সেবা নিয়ে শুরুতে ব্যাটিং চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক। তবে ব্যথার তীব্রতার কারণে পরের ওভারে মাঠ ছেড়ে যান ৭৮ রান করা এই ব্যাটসম্যান। পরে এক্স-রের রিপোর্টে চিড় ধরা পড়ে।
আসরে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নিউ জিল্যান্ড।
চেন্নাইয়েই বুধবার আফগানিস্তানের মুখোমুখি হবে নিউ জিল্যান্ড। আগামী মাসে তাদের ম্যাচ রয়েছে দক্ষিণ আফ্রিকা (১ নভেম্বর), পাকিস্তান (৪ নভেম্বর), শ্রীলঙ্কার (৯ নভেম্বর) বিপক্ষে।