বোর্ডার-গাভাস্কার ট্রফি
অ্যাডিলেইডে ৫ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেও বাদ পড়তে হচ্ছে আরেক পেসার স্কট বোল্যান্ডকে।
Published : 13 Dec 2024, 03:13 PM
চোট কাটিয়ে এক ম্যাচ পরই দলে ফিরলেন জশ হেইজেলউড। বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টের জন্য অভিজ্ঞ এই পেসারকে নিয়েই একাদশ চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া।
ব্রিজবেনে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্ট শুরু হবে শনিবার। ম্যাচটির জন্য ওই একটি পরিবর্তন এনেই শুক্রবার একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।
সাইড স্ট্রেইনের সমস্যায় অ্যাডিলেইডে দলের ১০ উইকেটের জয়ের ম্যাচে খেলতে পারেননি হেইজেলউড। তার জন্য জায়গা ছেড়ে দিতে ওই ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার পরও বাদ পড়েছেন স্কট বোল্যান্ড।
গত কয়েক বছরে নানা চোট সমস্যায় ভুগেছেন হেইজেলউড। তাই, এই দফায় তাকে এত দ্রুত মাঠে ফেরানোটা খুব জলদি হয়ে যায় কিনা, সেই আলোচনাও উঠেছে। তবে ব্রিজবেন টেস্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স নিশ্চিত করলেন, ৩৩ বছর বয়সী পেসারের কোনো সমস্যা নেই।
“(ফেরার প্রস্তুতিপর্বে) সে কোনো সমস্যার মুখে পড়েনি। গতকাল সে সত্যিই দারুণ বোলিং করেছে, দুদিন আগে অ্যাডিলেইডেও বোলিং করেছিল। সে নিজে এবং চিকিৎসক দল তার ফেরার ব্যাপারে আত্মবিশ্বাসী।”
সিরিজের প্রথম ম্যাচে ২৯৫ রানে জিতে এগিয়ে যায় ভারত। তবে দ্বিতীয় ম্যাচে বাজে ব্যাটিং প্রদর্শনীতে সেভাবে লড়াই করতেই পারেনি তারা। দুই ম্যাচ শেষে ১-১ সমতার সিরিজে এখন এগিয়ে যাওয়ার লক্ষ্যে গ্যাবায় লড়াইয়ে নামবে দুই দল।