ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজের বাংলাদেশ স্কোয়াডে পরিবর্তনের ছড়াছড়ি।
Published : 10 Dec 2024, 08:42 PM
টেস্ট ও ওয়ানডে সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজেও থাকছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস।
১৫ জনের দলে নতুন মুখ আছেন একজন। প্রথমবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন রিপন মন্ডল। তিনটি আন্তর্জাতিক ম্যাচ অবশ্য খেলে ফেলেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। তবে গত বছর এশিয়ান গেমসের ম্যাচগুলিতে বাংলাদেশ খেললেও আদতে সেটি জাতীয় দল ছিল না।
শান্ত এবার ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি কুঁচকির চোটের কারণে। তবে টি-টোয়েন্টি সিরিজে তার না থাকাটা চোটের কারণেই কি না এবং তার অনুপস্থিতির কারণেই লিটন দায়িত্ব পেয়েছেন কি না, সেটি সুনির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে। সেখানে শুধু লিটনের অধিনায়কত্বের কথাই বলা হয়েছে। ক্যারিবিয়ায় টেস্ট ও ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেওয়া মেহেদী হাসান মিরাজ আছেন টি-টোয়েন্টি স্কোয়াডে।
২০২১ সালে নিউ জিল্যান্ডে একটি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। এছাড়াও একটি টেস্ট ও সাতটি ওয়ানডেতে অধিনায়কত্বের অভিজ্ঞতা তার আছে।
শুধু অধিনায়কত্বেই নয়, ভারতের বিপক্ষে সবশেষ সিরিজের স্কোয়াড থেকে এবার পরিবর্তন এসেছে মোট ৬টি।
কুঁচকির চোটের কারণে ওয়ানডে সিরিজের মতো টি-টোয়েন্টিতেও নেই তাওহিদ হৃদয়। ওই সিরিজের শেষ ম্যাচ খেলে টি-টোয়েন্টি থেকে অবসরে গেছেন মাহমুদউল্লাহ।
পিতৃত্বকালীন ছুটি পাওয়া মুস্তাফিজুর রহমান ওয়ানডে সিরিজের পর থাকছেন না টি-টোয়েন্টিতেও নেই। আরেক বাঁহাতি পেসার শরিফুল ইসলামকেও রাখা হয়নি দলে। কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার রকিবুল হাসান। তাদের না থাকারও কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে।
ফেরার দীর্ঘ তালিকায় আছেন সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর গত অক্টোবরে ভারত সিরিজের দল থেকে বাদ পড়ে যান সৌম্য। তবে সম্প্রতি গায়ানায় গ্লোবাল সুপার লিগে (জিএসএল) রংপুর রাইডার্সের হয়ে চমৎকার ব্যাটিং করেন তিনি। ফাইনালে ৫৪ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংসসহ দুই ফিফটিতে ১৮৮ রান করে তিনিই জেতেন টুর্নামেন্ট-সেরার পুরস্কার।
সৌম্যর সঙ্গে জিএসএলে খেলেন আফিফও। দুই ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ১০ রানের বেশি করতে পারেননি তিনি। গত বছরের ডিসেম্বরে সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার পর বিশ ওভারের ক্রিকেটে উল্লেখযোগ্য কোনো পারফরম্যান্সও নেই তার। তবু ওয়ানডের পর টি-টোয়েন্টি দলেও জায়গা ফিরে পেলেন বাঁহাতি ব্যাটসম্যান।
আফিফের মতো শামীমও গত বছরের ডিসেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেন। এরপর এই সংস্করণে তার পারফরম্যান্সও তেমন উল্লেখযোগ্য কিছু নয়। তবে গত বিপিএলে ফরচুন বরিশালের বিপক্ষে ২৪ বলে অপরাজিত ৫৯ রান, গত মাসে ইমার্জিং টিমস এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ২৪ বলে ৩৮ রানের ইনিংসে সামর্থ্যের ছাপ কিছুটা রাখেন শামীম। এছাড়া হাই পারফরম্যান্স ইউনিটের হয়ে অস্ট্রেলিয়া সফরেও কিছু কার্যকর ইনিংস খেলেন ২৪ বছর বয়সী ব্যাটসম্যান।
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে সবশেষ টি-টোয়েন্টি খেলেন হাসান। বিশ্বকাপ ও ভারত সিরিজের পর আবার জায়গা ফিরে পেলেন ২৫ বছর বয়সী পেসার। জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর আবার টি-টোয়েন্টি দলে এলেন বাঁহাতি স্পিনার নাসুম।
সেন্ট ভিনসেন্টে আগামী ১৬, ১৮ ও ২০ ডিসেম্বর হবে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ। সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৬টায়।
বাংলাদেশ স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, পারভেজ হোসেন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি, শামীম হোসেন, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান, হাসান মাহমুদ, রিপন মন্ডল।
প্রথবার : রিপন মন্ডল
দলে ফিরলেন: সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ
চোট: নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়
ছুটি: মুস্তাফিজুর রহমান
বাদ: শরিফুল ইসলাম, রকিবুল হাসান
অবসরে: মাহমুদউল্লাহ