বোর্ডার-গাভাস্কার ট্রফি
পরে সুযোগ এলে সেটা কাজে লাগানোর জন্য নিজেকে পুরোপুরি প্রস্তুত রাখতে চান অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।
Published : 21 Dec 2024, 03:54 PM
স্বপ্নের সীমানায় পা রাখার উচ্ছ্বাস দ্রুতই উবে গেছে ন্যাথান ম্যাকসুয়েনির। টেস্টে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগটা যে কাজে লাগাতে পারেননি অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। টানা ব্যর্থতার মাশুল গুনে বাদ পড়েছেন দল থেকেই। যা মানতে কষ্ট হচ্ছে তার। তবে পরে সুযোগ এলে লুফে নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখতে দৃঢ় প্রত্যয়ী তিনি।
ভারতের বিপক্ষে ম্যাকসুয়েনিকে নিয়ে একরকম বাজি ধরেছিলেন অস্ট্রেলিয়ার নির্বাচকরা। কিন্তু সেটা একদমই কাজে লাগেনি। প্রথম শ্রেণির ক্রিকেটে কখনও ওপেন করার অভিজ্ঞতা ছাড়া টেস্ট ক্রিকেটে পা রেখে ওপেন করতে নেমে পুরোপুরি ব্যর্থ ম্যাকসুয়েনি।
বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম তিন টেস্টের ছয় ইনিংসে ১৪.৪০ গড় ও ৩৩.৯৬ স্ট্রাইক রেটে কেবল ৭২ রান করতে পারেন ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। এমন পারফরম্যান্সের পর শেষ পর্যন্ত তাকে বাদ দিয়ে তরুণ প্রতিভা স্যাম কনস্টাসকে দলে ডাকে অস্ট্রেলিয়া।
চ্যানেল সেভেনের সঙ্গে আলাপকালে দল থেকে বাদ পড়ার অনুভূতির কথা তুলে ধরেন ম্যাকসুয়েনি। তবে ভেঙে না পড়ে ফেরার লড়াই চালিয়ে যেতে চান তিনি।
“হ্যাঁ, আমি বিধ্বস্ত। স্বপ্ন সত্যি করেছি, তারপর যেভাবে চেয়েছিলাম সেভাবে সুযোগ কাজে লাগাতে পারিনি। তবে এসবই খেলার অংশ এবং আমি পূর্ণ মনোযোগ নিয়ে নেটে ফিরব এবং কঠোর পরিশ্রম করব। আশা করি, পরবর্তী সুযোগের জন্য প্রস্তুত থাকব।”
অ্যাডিলেইডে গোলাপি বলের টেস্টে ৩৯ রানের লড়িয়ে ইনিংস খেলে প্রশংসাও কুড়িয়েছেন ম্যাকসুয়েনি। কিন্তু বাকি ইনিংসগুলোতে স্বস্তিতে খেলতে পারেননি একটুও। বিশেষ করে, জাসপ্রিত বুমরাহর কোনো জবাব যেন জানা ছিল না তার। চারবার তিনি আউট হয়েছেন ভারতীয় অভিজ্ঞ পেসারের বলে।
দলে জায়গা হারানোর কারণ উপলব্ধি করে মেনেও নিয়েছেন ম্যাকসুয়েনি। এখন তার লক্ষ্য সামনের সময়ের জন্য নিজেকে প্রস্তুত রাখা।
“যদি সুযোগ কাজে না লাগান, যেমন পারফর্ম করতে চান সেটা যদি না পারেন, তাহলে দলে জায়গা কখনোই নিরাপদ নয়। তাই আমি ব্যাট হাতে কয়েকটি সুযোগ হারিয়েছি, দুর্ভাগ্যবশত কাজে লাগাতে পারিনি। তবে যেমনটা বলেছি, যদি আবার সুযোগ আসে সেটা নিশ্চিত করার জন্য আমি অবশ্যই প্রস্তুত থাকব।”
মেলবোর্নে ভারত-অস্ট্রেলিয়ার বক্সিং ডে টেস্ট শুরু আগামী বৃহস্পতিবার।