মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে নিজেদের সর্বোচ্চ ২৫৭ রান করেছে দিল্লি ক্যাপিটালস।
Published : 28 Apr 2024, 12:20 PM
ম্যাচের প্রথম ওভারে লুক উডের ওপর ঝড় বইয়ে দিলেন জেইক ফ্রেজার-ম্যাকগার্ক। সেই যে শুরু, এরপর কেবলই তাণ্ডব চালালেন ‘নতুন ম্যাক্সওয়েল’ হিসেবে পরিচিতি পাওয়া অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান। পরে ট্রিস্টান স্টাবসের বিধ্বংসী ইনিংসে আইপিএলে নিজেদের সর্বোচ্চ পুঁজির রেকর্ড গড়ল দিল্লি ক্যাপিটালস।
ঘরের মাঠ আরুন জেটলি স্টেডিয়ামে শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বোলারদের তুলাধুনা করে ৪ উইকেটে ২৫৭ রান করেছে দিল্লি। ২০১১ সালে দিল্লি ডেয়ারডেভিলস তখনকার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে করেছিল ২৩১। আর ২০২০ আসরে দিল্লি ক্যাপিটালস ২২৮ রান করেছিল কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে।
দলের রেকর্ড গড়ার পথে ৬ ছক্কা ও ১১ চারে ২৭ বলে ৮৪ রান করেন ফ্রেজার-ম্যাকগার্ক। চলতি আইপিএলে পাঁচ ম্যাচে এটি তার তৃতীয় পঞ্চাশ।
বিস্ফোরক ইনিংসটির পথে ১৫ বলে ফিফটি স্পর্শ করেন তিনি। সপ্তাহখানেক আগে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেও সমসংখ্যক বলে করেছিলেন পঞ্চাশ। দিল্লির হয়ে যা দ্রুততম ফিফটির রেকর্ড।
২৫ বলে ৪৮ রান করেন স্টাবস। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের অপরাজিত ইনিংসটি সাজানো ২ ছক্কা ও ৬টি চারে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে দিল্লিকে উড়ন্ত সূচনা এনে দেন ফ্রেজার-ম্যাকগার্ক। ইনিংসের প্রথম তিন বলে মারেন দুই চার ও এক ছক্কা। পরের তিন বলে আরেকটি চার ও সিঙ্গেলে উডের ওই ওভার থেকে নেন ১৯ রান।
পরের ওভারে জাসপ্রিত বুমরাহকে এক ছক্কা ও দুই চার মারেন দিল্লির ওপেনার। নুয়ান থুসারাকে তিন চারের পর পিযুষ চাওলাকে ছক্কায় উড়িয়ে পা রাখেন ফিফটিতে।
হার্দিক পান্ডিয়াকে দুটি করে ছক্কা-চার মারেন ডানহাতি এই ব্যাটসম্যান। ফ্রেজার-ম্যাকগার্কের ঝড়ে পাওয়ার প্লেতে ৯২ রান তুলে ফেলে দিল্লি। যেখানে তার অবদানই ছিল ৭৮ রান।
সেঞ্চুরির সম্ভাবনা জাগানো এই ফ্রেজার-ম্যাকগার্ককে ফিরিয়ে ১১৪ রানের উদ্বোধনী জুটি ভাঙেন লেগ স্পিনার চাওলা। আরেক ওপেনার অবিশেক পুরেল বিদায় নেন ৩৬ রানে। ৫ ছক্কায় ১৭ বলে ৪১ রানের কার্যকর ইনিংস খেলেন শেই হোপ।
রিশাভ পান্ত ও স্টাবসের জুটিতে দুইশ ছাড়িয়ে যায় দিল্লি। ১৮তম ওভারে লুক পড়েন স্টাবসের তোপের মুখে। ইংলিশ পেসারের ছয়টি বলই বাউন্ডারিতে পাঠান স্টাবস। পাঁচ চার ও এক ছক্কার ওভার থেকে আসে ২৬ রান। দুটি করে ছক্কা-চারে ১৯ বলে ২৯ রান করেন ড্রেসিং রুমে।