অপ্রত্যাশিতভাবে পাওয়া সুযোগ অবশ্য কাজে লাগাতে পারেনি জিম্বাবুয়ে।
Published : 30 Oct 2022, 12:22 PM
বল গ্লাভসে নিয়ে স্টাম্প ভাঙলেন নুরুল হাসান সোহান। সঙ্গে সঙ্গে উদযাপনে মাতোয়ারা বাংলাদেশ দল। হতাশায় ডুবলেন উইকেটে থাকা জিম্বাবুয়ের দুই ব্যাটসম্যান ব্লেসিং মুজারাবানি ও রায়ান বার্ল। নিজেদের মধ্যে হাত মিলিয়ে মাঠের বাইরেই চলে গেলেন দুই দলের ক্রিকেটাররা। তখনই দেখা গেল নাটকীয়তা!
ব্রিজবেনে বাংলাদেশের বিপক্ষে জয়ের জন্য জিম্বাবুয়ের শেষ বলে প্রয়োজন ছিল ৫ রান। ছয় হলে জিতবে তারা, চার হলে খেলা গড়াবে সুপার ওভারে। হলো না কোনটিই। মোসাদ্দেক হোসেনের অফ স্টাম্পের বাইরের বল মিস করলেন ব্লেসিং মুজারাবানি। স্টাম্পস ভাঙতে ভুল করেননি সোহান।
জয় নিশ্চিত হয়ে যাওয়ায় সঙ্গে সঙ্গে শুরু হয় বাংলাদেশের উদযাপন। তবে ভিন্ন ভাবনা ছিল লেগ আম্পায়ারের। তিনি সিদ্ধান্ত পাঠান থার্ড আম্পায়ারের কাছে। টিভি রিপ্লেতে দেখা গেল বল নেওয়ার সময় স্টাম্প লাইনের সামনে ছিল সোহানের গ্লাভস।
ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসির নীতিমালায় স্পষ্ট করে বলা আছে, বোলার বল ছাড়ার পর সেটি ব্যাটসম্যান খেলার আগে অথবা স্টাম্প অতিক্রম করার আগে উইকেটরক্ষক ধরতে পারবেন না। যদি তিনি ধরে থাকেন তাহলে বল হয়ে যাওয়ার পরে ‘নো’ বল ডাকবেন আম্পায়ার।
সেই নিয়মের কারণে পপিং ক্রিজের বাইরে থাকলেও স্টাম্পিংয়ের হাত থেকে বেঁচে যান মুজারাবানি। বড় পর্দায় ভেসে ওঠে নট আউটের সিদ্ধান্ত। আর সোহান বল স্টাম্পের আগে ধরায় মাঠের আম্পায়ার ইশারা দেন ‘নো’ বলের। যার সৌজন্যে ফ্রি হিটও পেয়ে যায় জিম্বাবুয়ে।
আবার মাঠে ফিরে আসতে হয় দুই দলকে। সেই বলে বিপদ ঘটেনি বাংলাদেশের। আবার সজোরে ব্যাট চালান মুজারাবানি। এবারও ব্যর্থ হন ব্যাটে-বলে করতে। বাংলাদেশ পায় ৩ রানের জয়।
ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশের সংগ্রহ ছিল ৭ উইকেটে ১৫০ রান। ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ৫৫ বলে ৭১ রান করেন নাজমুল হোসেন শান্ত। বল হাতে ৪ ওভারে এক মেইডেনসহ স্রেফ ১৯ রানে ৩ উইকেট নেন তাসকিন আহমেদ।