আরিফুলের সেঞ্চুরিতে জয়ে ফিরল যুবারা

রানের দেখা পেলেন আরিফুল ইসলাম, দুই হারের পর জয়ে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

ক্রীড়া প্রতিবেদক
Published : 24 March 2023, 06:48 PM
Updated : 24 March 2023, 06:48 PM

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাত সফরের শুরুটা ভালো হয়নি আরিফুল ইসলামের। প্রথম চার ম্যাচে একবারও বিশের ঘরে যেতে পারেননি গত যুব বিশ্বকাপ জোড়া সেঞ্চুরি করা ব্যাটসম্যান। পঞ্চম ম্যাচে এসে রানের দেখা পেলেন তিনি। দারুণ সেঞ্চুরিতে দলকে এনে দিলেন জয়।

আবু ধাবির টলেরেন্স ওভালে শুক্রবার দিবা রাত্রির ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৫১ রানে জিতেছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের ফিরতি দেখায় ২৯২ রান তাড়ায় আফগানরা থামে ২৪১ রানে।

প্রথম দুই ম্যাচ হারের পর এই জয়ে ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশের যুবারা। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে রোববার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে তাদের।

বাংলাদেশকে জয়ে ফেরানোর ম্যাচে যুব ওয়ানডেতে নিজের তৃতীয় সেঞ্চুরি করেছেন আরিফুল। গত বছরের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে পরপর দুই ম্যাচে তিন অঙ্ক ছুঁয়েছিলেন তিনি।

যুব ওয়ানডেতে বাংলাদেশের হয়ে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে শুধু তাওহিদ হৃদয় (৫) ও মাহমুদুল হাসান জয়ের (৪)। আরিফুলের সমান ৩ সেঞ্চুরি করেছেন এনামুল হক। তৃতীয় সেঞ্চুরি করার দিন বল হাতেও ২ উইকেট নিয়েছেন আরিফুল। 

টস জিতে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। তিন নম্বরে নেমে পাল্টা আক্রমণ চালান জিসান আলম। তবে ঝড়ো শুরুর পর ইনিংস বড় করতে পারেননি ডানহাতি ব্যাটসম্যান। ৭ চারে স্রেফ ২২ বলে ৩৮ রান করে ফেরেন তিনি।

চতুর্থ উইকেটে ১৬৮ রানের জুটি গড়েন আহরার ও আরিফুল। যুব ক্রিকেটে চতুর্থ উইকেট জুটিতে বাংলাদেশের রেকর্ড এটি। যে কোনো উইকেটে বাংলাদেশের যুবাদের এর চেয়ে বড় জুটি আছে স্রেফ ৫টি। 

নোমান মোমান্দের বলে কাহলেল আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আহরার। ৮ চার ও ১ ছয়ে করেন ১০০ বলে করেন ৮৭ রান। 

অধিনায়ক ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন আরিফুল। ১২৮ বলে ইনিংসে ৯ চার ও ১টি ছয় মারেন ডানহাতি ব্যাটসম্যান।

শেষ দিকে ২টি করে চার-ছয়ে ১৪ বলে ২৯ রান নিয়ে বাংলাদেশকে ৩০০ রানের কাছাকাছি পৌঁছে দেন মাহফুজুর রহমান রাব্বি। 

রান তাড়ায় প্রথম ওভারেই জোড়া বাউন্ডারি মারে আফগানিস্তান। ৪ ওভারে করে ফেলে ৩৩ রান। তবে এরপর রানের চাকা টেনে ধরে বাংলাদেশের বোলাররা। পরের ১১ ওভার থেকে আসে সেফ ১৭ রান। 

ষোড়শ ওভারে উদ্বোধনী জুটি ভাঙেন রাফি উজ জামান রাফি। হিজবুল্লাহ দোরানি ফেরেন ৫৬ বলে ৪৩ রান করে। 

অপর প্রান্তে দলের অধিনায়ক নোমান শাহ আঘা দায়িত্ব নিয়ে খেলতে থাকেন। তবে অন্যদের কাছ থেকে তেমন সমর্থন পাননি। নিয়মিত বিরতিতে উইকেট নিয়ে জয়ের কাছে যেতে থাকে বাংলাদেশ। 

সেঞ্চুরির আশা জাগিয়েও তা করতে পারেননি আফগান অধিনায়ক। ৪২তম ওভারে রাফির বলে কট বিহাইন্ড হন তিনি। ৯ চার ও ২ ছয়ে ১০৯ বলে খেলেন ৯৩ রানের ইনিংস। 

নোমানের বিদায়ের পর বাংলাদেশের জয় ছিল সময়ের ব্যাপার মাত্র। ১১ নম্বরে নামা কাহলেল ২ ছয়ে ৬ বলে ১৪ রান করে পরাজয়ের ব্যবধান কিছুটা কমান। 

বল হাতে বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন রাফি, আরিফুল, শেখ পারভেজ জীবন ও মাহফুজুর রহমান। রোহানাত দৌল্লাহ বর্ষণ ও জিসানের ঝুলিতে জমা পড়ে অন্য ২ উইকেট। 

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২৯২/৬ (আশিকুর ৪, রিজওয়ান ১৫, জিসান ৩৮, আরিফুল ১০৫*, আহরার ৮৭, শিহাব ৩, মাহফুজুর ২৯; ইয়ামা ৯-১-৭৫-১, কাহলেল ১০-০-৬৩-৩, নোমান মোমান্দ ৭-০-৫২-১, কামরান ১০-১-৩৩-১, ফরহাদ ৯-০-৩৫-০, খালিদ ৫-০-৩২-০) 

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল: ৪৫.৩ ওভারে ২৪১ (হিজবুল্লাহ ৪৩, নোমান শাহ ৯৩, সোহাইল ১৭, আলি ১৫, হারুন ৬, খালিদ ১৪, কামরান ২৯, ফরহাদ ১, নোমান ৩, ইয়ামা ১, কাহলেল ১৪*; বর্ষণ ৭.৩-১-৩৩-১, শাহরিয়া ৩-০-২৮-০, রাফি ৯-২-৩০-২, মাহফুজুর ১০-১-৫২-২, আরিফুল ৫-০-৩০-২, পারভেজ ৭-০-৪৩-২, জিসান ৪-০-২৩-১)

ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৫১ রানে জয়ী