পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে দেখা গেল অভাবনীয় এই চিত্র।
Published : 05 Mar 2025, 11:15 PM
হতাশায় মোড়া চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ঘরোয়া ক্রিকেটে ফিরে খুব তিক্ত এক অভিজ্ঞতা হয়েছে সাউদ শাকিলের। প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসে সপ্তম ব্যাটার হিসেবে ‘টাইমড আউট’ হয়েছেন তিনি। অভাবনীয় ধসে ৩ বলে এই মিডল অর্ডার ব্যাটসম্যাসহ সাজঘরে ফিরেছেন চারজন!
পাকিস্তানের ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা প্রেসিডেন্ট ট্রফির ফাইনালের দ্বিতীয় দিন এই অভিজ্ঞতা হয় স্টেট ব্যাংকের হয়ে খেলা শাকিলের।
বুধবার পরপর দুটি উইকেট পতনের পর প্রস্তুত হয়ে নামতে দেরি করে ফেলেন তিনি। নিয়ম অনুযায়ী আগের উইকেট পতনের তিন মিনিটের মধ্যে প্রস্তুত হয়ে গার্ড নিতে পারেননি শাকিল। এতে প্রতিপক্ষ পিটিভির অধিনায়ক আমাদ বাট টাইমড আউটের আবেদন করলে সাড়া দেন আম্পায়ার।
শাকিলের আগে শীর্ষ পর্যায়ের ক্রিকেটে এর আগে সবশেষ এভাবে আউট হয়েছিলেন আরেক জাতীয় দলের ক্রিকেটার; আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ওই অভিজ্ঞতা হয়েছিল অ্যাঞ্জেলো ম্যাথিউসের। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কার এই ব্যাটসম্যানকে টাউমড আউটের আবেদন করে সফল হয়েছিলেন বাংলাদেশের সাকিব আল হাসান।
এদিন দারুণ এক হ্যাটট্রিকেরও দেখা মেলে রাওয়ালপিন্ডির শিরোপা লড়াইয়ে। উমার আমিন ও ফাওয়াদ আলমকে পরপর ফিরিয়ে কীর্তি গড়ার সম্ভাবনা জাগান পেসার মোহাম্মাদ শাহজাদ। হ্যাটট্রিক বলটি মোকাবেলা করার কথা ছিল শাকিলের; কিন্তু বল খেলার আগেই ওভাবে আউট হয়ে যান। এরপর ব্যাটিংয়ে নামা ইরফান খানের স্টাম্প প্রথম বলেই এলোমেলো করে দিয়ে হ্যাটট্রিকের উল্লাসে ভাসেন শাহজাদ।
অবিশ্বাস্য এই ধসে, তিন বলের মধ্যে ১ উইকেট ১২৮ থেকে স্টেট ব্যাংকের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১২৮।
শাকিলের ওই আউটই শুধু এই ফাইনালের অস্বাভাবিক ঘটনা নয়। বরং বলা যায়, পুরো ম্যাচই বেশ অস্বাভাবিক। রোজার মাস চলায় পিসিবি পুরো ম্যাচই রাতে আয়োজন করছে! তাই প্রতি দিনের খেলা পাকিস্তান সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হয়ে শেষ হচ্ছে রাত আড়াইটায়, মাঝে দেওয়া হচ্ছে চা পানের ও রাতের খাবারের বিরতি।
শাহজাদের হ্যাটট্রিকের সুবাদে ২০৫ রানে গুটিয়ে গেছে স্টেট ব্যাংক। সর্বোচ্চ ৮৯ রান করেছেন সাবেক পাকিস্তানী ওপেনার ইমরান বাট।