অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা সিরিজ
গলে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার রান পাহাড়ের পর দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে শ্রীলঙ্কা।
Published : 30 Jan 2025, 07:08 PM
বৃষ্টির কারণে দিনের খেলা শেষ হয়ে গেল আগেভাগে। দুই শ্রীলঙ্কান ব্যাটসম্যান যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। আর কোনো উইকেট অন্তত পড়ল না! যে পিচে প্রায় দুই দিনে ১৫৪ ওভার বোলিং করে স্রেফ ৬টি উইকেট নিতে পারল শ্রীলঙ্কা, যেখানে রান উৎসব করল অস্ট্রেলিয়া, সেখানেই ১০ ওভারের মধ্যে লঙ্কানরা উইকেট হারাল ৩টি।
গলে প্রথম টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার রান পাহাড়ের পর ধুঁকছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার দ্বিতীয় দিন শেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ৪৪ রান। এখনও তারা পিছিয়ে আছে ৬১০ রানে।
প্রথম দিনেই অস্ট্রেলিয়ার হয়ে সেঞ্চুরি করেন উসমান খাওয়াজা ও স্টিভেন স্মিথ। দ্বিতীয় দিন স্মিথ ১৪১ রানে থামলেও ওপেনার খাওয়াজা তুলে নেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি, ৩৫২ বলে করেন ২৩২। ২৯ বছর বয়সে টেস্ট অভিষেকে ৯০ বলে সেঞ্চুরি করে রেকর্ড বইয়ে নাম লেখান জশ ইংলিস। অস্ট্রেলিয়া ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ৬৫৪ রানে। টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে এবং এশিয়ায় যেকোনো দলের বিপক্ষে তাদের সর্বোচ্চ স্কোর এটি।
পরে বল হাতে একটি উইকেট নিয়ে ৩৫তম জন্মদিনে দারুণ এক মাইলফলক স্পর্শ করেন মিচেল স্টার্ক। তৃতীয় অস্ট্রেলিয়ান পেসার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেট পূর্ণ করলেন তিনি। আগের দুজন গ্লেন ম্যাকগ্রা ও ব্রেট লি। দেশটির আরেকজনের আছে এই অর্জন, তিনি স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন।
বোলিংয়ে অস্ট্রেলিয়ার প্রথম সাফল্য আসে ম্যাথু কুনেমানের হাত ধরে। প্রায় দুই বছর পর টেস্ট খেলতে নেমে বাঁহাতি স্পিনার ইনিংসের দ্বিতীয় আর নিজের প্রথম ওভারে এলবিডব্লিউ করে দেন ওশাদা ফার্নান্দোকে।
পঞ্চম ওভারে শর্ট বলে দিমুথ কারুনারাত্নেকে ফিরিয়ে মাইলফলকটি ছুঁয়ে ফেলেন স্টার্ক। গালিতে দুইবারের চেষ্টায় ক্যাচ নেন দ্বাদশ ফিল্ডার ন্যাথান ম্যাকসুয়েনি।
নিজের পরের ওভারে দিনেশ চান্দিমালের উইকেটও পেতে পারতেন স্টার্ক। তবে এবার গালিতে লাফিয়ে উঠে বলে হাত ছোঁয়ালেও মুঠোয় জমাতে পারেননি ম্যাকসুয়েনি।
পরের ওভারে ন্যাথান লায়নের বল অ্যাঞ্জেলো ম্যাথিউসের স্টাম্পে লাগলেও বেলস পড়েনি। নিজের পরের ওভারেই অবশ্য ম্যাথিউসকে ফিরিয়ে দেন অভিজ্ঞ অফ স্পিনার। সেখানে বড় অবদান ট্রাভিস হেডের। শর্ট লেগে এক হাতে চমৎকার ক্যাচ নেন তিনি।
দশম ওভারে ৩০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় চান্দিমাল ৯ ও কামিন্দু মেন্দিস ১৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
এর আগে অস্ট্রেলিয়া দ্বিতীয় দিনের খেলা শুরু করে ২ উইকেটে ৩৩০ রান নিয়ে। আগের দিন ১৪৭ রানে অপরাজিত খাওয়াজা দ্রুতই পা রাখেন দেড়শতে। ১০৪ রান নিয়ে ব্যাটিং শুরু করেন স্মিথ। দ্বিতীয় ঘন্টায় তাকে এলবিডব্লিউ করে ৪১৯ বল স্থায়ী ২৬৬ রানের জুটি ভাঙেন লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসে।
ভারপ্রাপ্ত অধিনায়ক স্মিথের ২৫১ বলে ১৪১ রানের ইনিংসে ১২টি চারের পাশে ছক্কা আছে ২টি।
পাঁচ নম্বরে ব্যাটিংয়ে গিয়ে প্রথম বলে চার মেরে শুরু করেন অভিষিক্ত ইংলিস। তার সঙ্গে জমে ওঠে খাওয়াজার জুটি। লাঞ্চ বিরতির কয়েক ওভার আগে ১৯৯ থেকে এক রান নিয়ে খাওয়াজা ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ২৯০ বলে।
শ্রীলঙ্কায় এই প্রথম ডাবল সেঞ্চুরি করতে পারলেন কোনো অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। ৩৮ বছর ৪২ দিন বয়সে ডাবল সেঞ্চুরি ধরা দিল খাওয়াজার। অস্ট্রেলিয়ার হয়ে তার চেয়ে বেশি বয়সে ডাবল সেঞ্চুরি আছে আর কেবল স্যার ডন ব্র্যাডম্যানের। তবে ওপেনিংয়ে খাওয়াজার চেয়ে বেশি বয়সে ডাবল সেঞ্চুরি করতে পারেননি আর কোনো অস্ট্রেলিয়ান।
দলের ব্যাটিং শুরু করে অবশেষে খাওয়াজার ১৬ চার ও এক ছক্কায় গড়া ইনিংস থামে ১২৯তম ওভারে। তাকে ফিরিয়ে ১৪৬ রানের জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার প্রাবাথ জায়াসুরিয়া।
ইংলিস ৫১ বলে ফিফটি ছোঁয়ার পরের ৩৯ বলে পা রাখেন সেঞ্চুরিতে। তার ৯০ বলের সেঞ্চুরি টেস্ট ইতিহাসে অভিষেকে দ্বিতীয় দ্রুততম।
মাইলফলক ছোঁয়ার পর বেশিক্ষণ টেকেননি তিনি। তাকে ফিরিয়ে তৃতীয় শিকার ধরেন জায়াসুরিয়া। ৯৪ বলে ১০ চার ও এক ছক্কায় গড়া ইংলিসের ১০২ রানের ইনিংস।
বাউ ওয়েবস্টার ফেরেন ৫০ বলে ২৩ রান করে। কিপার-ব্যাটসম্যান অ্যালেক্স কেয়ারির ব্যাটে সাড়ে ছয়শ রানের সীমানা ছাড়িয়ে যায় অস্ট্রেলিয়া। স্মিথ ইনিংস ঘোষণা করার সময় ৬৯ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন কেয়ারি।
অস্ট্রেলিয়ার তিন ব্যাটসম্যানের মতো শ্রীলঙ্কার হয়ে তিন অঙ্ক স্পর্শ করেন তিন জন, তবে সেটা রান দেওয়ার! তিন স্পিনারের মধ্যে নিশান পেইরিস দেন ১৮৯ রান, জায়াসুরিয়া ১৯৩, ভ্যান্ডারসে ১৮২। পেইরিস উইকেটশূন্য থাকলেও তিনটি করে শিকার ধরেন বাকি দুজন।
জায়াসুরিয়া একাই বোলিং করেন ৬০ ওভার, ১৯ টেস্টের ক্যারিয়ারে কোনো ইনিংসে যা তার সর্বোচ্চ।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: (আগের দিন ৩৩০/২) ১৫৪ ওভারে ৬৫৪/৬ ডিক্লে. (খাওয়াজা ২৩২, স্মিথ ১৪১, ইংলিস ১০২, কেয়ারি ৪৬*, ওয়েবস্টার ২৩, স্টার্ক ১৯*; আসিথা ১৫-১-৭৭-০, পেইরিস ৪১-১-১৮৯-০, জায়াসুরিয়া ৬০-৮-১৯৩-৩, ভ্যান্ডারসে ৩৮-০-১৮২-৩)
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৫ ওভারে ৪৪/৩ (ওশাদা ৭, কারুনারত্নে ৭, চান্দিমাল ৯*, ম্যাথিউস ৭, কামিন্দু ১৩*; স্টার্ক ৪-০-১০-১, কুনেমান ৫-১-২৬-১, লায়ন ৫-২-৭-১, মার্ফি ১-১-০-০)