তবে মুম্বাই ইন্ডিয়ান্সের পরবর্তী দুই ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনা তেমন নেই।
Published : 04 Apr 2025, 05:50 PM
জাসপ্রিত বুমরাহর মাঠে ফেরার অপেক্ষা অবশেষে শেষ হতে চলেছে। লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে শুক্রবারের ম্যাচটি অবশ্য নিশ্চিতভাবেই তিনি খেলতে পারবেন না। মুম্বাই ইন্ডিয়ান্সের পরের ম্যাচে চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষেও তার খেলা নিয়ে রয়েছে সংশয়। তবে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, তারা জেনেছে যে, মাঠে ফেরার খুব কাছাকাছি আছেন ভারতীয় এই ফাস্ট বোলার।
পিঠের নিচের অংশের চোট নিয়ে বেঙ্গালুরুতে ভারতীয় বোর্ডের সেন্টার অব এক্সিলেন্সে গত জানুয়ারি থেকে পুনর্বাসনে আছেন বুমরাহ। ইএসপিএনক্রিকইনফোর শুক্রবারের প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক সময়ে বুমরাহ তার বোলিং ‘ওয়ার্কলোড’ বাড়িয়েছেন এবং ফিটনেস পরীক্ষার চূড়ান্ত রাউন্ডে অংশ নেওয়ার কাছাকাছি পৌঁছেছেন বলে ধারণা করা হচ্ছে। বিসিসিআইয়ের চিকিৎসক দলের থেকে সবুজ সংকেত পাওয়ার পরই তিনি মুম্বাই দলে যোগ দিতে এবং আইপিএলে খেলতে পারবেন।
ধারণা করা হচ্ছে, বুমরাহ নিজেও সতর্ক রয়েছেন এবং মাঠে ফেরার আগে তিনি পুরোপুরি ফিট কি না, তা নিশ্চিত হতে চাইছেন। আগামী ২৮ জুন থেকে ইংল্যান্ডে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত।
চলতি আইপিএলে মুম্বাই এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছে, একটিতে জিতেছে ও দুটিতে হেরেছে। বুমরাহর অনুপস্থিতিতে সত্যনারায়ন রাজু, ভিগনেশ পুথুর ও অশ্বিনি কুমারের মতো বোলারের অভিষেক হয়েছে। বোলিং আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন ট্রেন্ট বোল্ট ও দিপাক চাহার এবং পেস বোলিং বিকল্প হিসেবে আছেন হার্দিক পান্ডিয়া।
২০১৩ সালে আইপিএলে অভিষেক থেকে শুধু মুম্বাইয়ের হয়েই খেলেছেন বুমরাহ। এই টুর্নামেন্টে ১৩৩ ম্যাচে তার উইকেট ১৬৫টি। একমাত্র ২০২৩ সালের আসরে তিনি খেলতে পারেননি পিঠের চোটের কারণে।
গত অস্ট্রেলিয়া সফরের শেষ টেস্টে পিঠে অস্বস্তির কারণে মাঠ ছেড়ে যাওয়ার পর আর কোনো ম্যাচ খেলতে পারেননি ৩১ বছর বয়সী এই বোলার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকে ছাড়াই রেকর্ড তৃতীয় শিরোপা জিতেছে ভারত।
শুক্রবার লাক্ষ্ণৌর বিপক্ষে লড়াইয়ের পর আগামী সোমবার বেঙ্গালুরুর মুখোমুখি হবে মুম্বাই। তারপর ১৩ এপ্রিল তারা খেলবে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে।