চোটের কারণে নেই মুজিব উর রহমান ও ইব্রাহিম জাদরান।
Published : 12 Sep 2024, 06:00 PM
শঙ্কার মেঘ সরিয়ে দলে ফিরেছেন রাশিদ খান। তারকা এই লেগ স্পিনারকে রেখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল সাজিয়েছে আফগানিস্তান। তবে চোটের কারণে নেই মুজিব উর রহমান ও ইব্রাহিম জাদরান।
তিন ম্যাচের সিরিজটির জন্য বৃহস্পতিবার ১৭ জনের স্কোয়াড দিয়েছে আফগানিস্তান। অভিষেকের অপেক্ষায় থাকা বিলাল সামি, দারভিশ রাসুলি ও আব্দুল মালিককে দলে রেখেছে তারা।
রাশিদ সবশেষ ওয়ানডে খেলেন গত নভেম্বরে, বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর পিঠের অস্ত্রোপচার করানো হলে প্রায় চার মাস মাঠের বাইরে থাকতে হয় তাকে। তখন সংযুক্ত আরব আমিরাত, ভারত, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড সিরিজের পাশাপাশি বিগ ব্যাশ ও এসএ টি-টোয়েন্টিও খেলতে পারেননি সময়ের সেরা লেগ স্পিনারদের একজন।
এরপর কেবল টি-টোয়েন্টি ক্রিকেটই খেলেছেন রাশিদ। আইপিএল, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মেজর লিগ ক্রিকেট, দা হান্ড্রেড ও আফগানিস্তানের ঘরোয়া টুর্নামেন্ট শাপাগিজা ক্রিকেট লিগও খেলেছেন তিনি।
এই সময়ও অবশ্য ছিলেন না পুরোপুরি চোটমুক্ত। হ্যামস্ট্রিং সমস্যায় দা হান্ড্রেডের শেষ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হয় তাকে। শাপাগিজা লিগ খেলার সময় ফিরে আসে তার পিঠের সমস্যা।
যে কারণে তাকে টেস্ট থেকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তাই নিউ জিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দলে রাশিদকে রাখেনি আফগানিস্তান। এবার দলে ফিরলেন তিনি ওয়ানডে দিয়ে, যে সংস্করণে প্রায় এক বছর পর খেলতে যাচ্ছেন তিনি।
নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্টের জন্য প্রস্তুতি নিতে গিয়ে পা পিছলে অ্যাঙ্কেলে চোট পান ইব্রাহিম। বৃষ্টির কারণে চারদিন ভেস্তে যাওয়া ম্যাচটি থেকে তো বটেই, দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকেও ছিটকে গেলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। আর আঙুলের চোট থেকে এখনও সেরে না ওঠায় নেই রহস্য স্পিনার মুজিব।
আফগানিস্তানের হয়ে সাতটি টি-টোয়েন্টি খেললেও এখন পর্যন্ত ওয়ানডের স্বাদ পাননি রাসুলি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৬০ ম্যাচে এই টপ অর্ডার ব্যাটসম্যানের রান সাত সেঞ্চুরিতে দুই হাজার ৩৩৯, ব্যাটিং গড় ৪৮.৭২। দুটি টেস্ট খেলা আরেক টপ অর্ডার ব্যাটসম্যান মালিকের এখনও ওয়ানডে অভিষেক হয়নি। লিস্ট ‘এ’ তে ৪৪ ম্যাচে ৪৮.৬৩ গড় ও ৬ সেঞ্চুরিতে তিনি করেছেন এক হাজার ৭৫১ রান।
২০ বছর বয়সী পেসার সামির তো এখনও আন্তর্জাতিক আঙিনায় পথচলাই শুরু করেননি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৮ ম্যাচে তার শিকার ৩৪টি, ম্যাচে চার উইকেট নিয়েছেন দুইবার।
প্রথমবারের মতো দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এই সংস্করণে কেবল দুইবার দেখা হয়েছে তাদের, ২০১৯ ও ২০২৩ বিশ্বকাপে।
দুই দলের ওয়ানডে সিরিজটি শুরু আগামী বুধবার। পরের দুই ম্যাচ ২০ ও ২২ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে শারজাহতে।
আফগানিস্তান ওয়ানডে দল: হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রেহমাত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, আব্দুল মালিক, রিয়াজ হাসান, দারভিশ রাসুলি, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নাবি, গুলবাদিন নাইব, রাশিদ খান, নানগেয়ালিয়া খারোটে, আল্লাহ্ মোহাম্মদ ঘাজানফার, ফাজাল হাক ফারুকি, বিলাল সামি, নাভিদ জাদরান, ফারিদ আহমেদ মালিক।