ভারতীয় ক্রিকেট
রিশাভ পান্তের সঙ্গে সুসম্পর্কের কারণে কাজ করা আরও সহজ হবে বলে মনে করছেন নিকোলাস পুরান।
Published : 20 Mar 2025, 07:22 PM
আইপিএলে রিশাভ পান্তের নেতৃত্বে খেলতে তর সইছে না নিকোলাস পুরানের। ওয়েস্ট ইন্ডিজের কিপার-ব্যাটসম্যানের বিশ্বাস, নতুন অধিনায়ক ও দলের অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে এবার দারুণ কিছু করে দেখাবে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
গত নভেম্বরের মেগা নিলামের আগে পান্তকে ছেড়ে দেয় দিল্লি ক্যাপিটালস। নিলামের টেবিলে তাকে নিয়ে অনুমতিভাবেই ওঠে ঝড়। শেষ পর্যন্ত ২৭ কোটি রুপিতে বাঁহাতি এই ব্যাটসম্যানকে দলে টানে লাক্ষ্ণৌ।
আইপিএলের ইতিহাসে নিলামে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার এখন দিল্লির সাবেক অধিনায়ক পান্ত। লাক্ষ্ণৌও তাকে দেয় নেতৃত্বের গুরুদায়িত্ব।
লাক্ষ্ণৌ ধরে রাখেনি তাদের আগের অধিনায়ক লোকেশ রাহুলকে। নিলাম থেকে এই কিপার-ব্যাটসম্যানকে দলে টেনে নেয় দিল্লি। সেখানে অবশ্য তাকে দেওয়া হয়নি নেতৃত্বভার।
লাক্ষ্ণৌয়ে রাহুলের নেতৃত্বে খেলেছেন পুরান। মাঝেমধ্যে তাকেও দেখা গেছে দলটির অধিনায়কত্ব করতে। এবার নতুন অধিনায়কের অধীনে খেলতে হবে তাকে। তবে এতে আপত্তির কিছু দেখছেন না ক্যারিবিয়ান বিধ্বংসী ব্যাটসম্যান।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে পুরান বলেন, পান্তকে সবভাবেই সহায়তা করতে প্রস্তুত তিনি।
“রিশাভ দলে নতুন দৃষ্টিভঙ্গি ও শক্তি যোগ করেছে। স্পেশাল ক্রিকেটার ও চমৎকার নেতা সে। মাঠে ও মাঠের বাইরে পুরো দল তাকে সমর্থন করে এবং আমরা আসছে আসরের অপেক্ষায় আছি।”
“রিশাভ জানে, সে যেকোনো প্রয়োজনে আমার কাছে আসতে পারে এবং আমিও একই কাজ করতে পারি। আমাদের মধ্যে দৃঢ় সম্পর্ক রয়েছে এবং যোগাযোগ কখনোই কোনো সমস্যা ছিল না। তার প্রতি আমার পূর্ণ সমর্থন রয়েছে এবং মিলারের মতো অভিজ্ঞ খেলোয়াড় ও বিদেশিদের নিয়ে আমরা এলএসজিকে (লাক্ষ্ণৌ সুপার জায়ান্টস) সফল করতে একসঙ্গে কাজ করব।”
আগামী শনিবার শুরু হবে এবারের আইপিএল। দিল্লি বিপক্ষেই নিজেদের প্রথম ম্যাচ খেলবে লাক্ষ্ণৌ, সোমবার।