মন্থর ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে প্যাট কামিন্সদের।
নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মন্থর ওভার রেটের জন্য আর্থিক জরিমানার মুখে পড়েছে ভারত। ম্যাচ ফির অর্ধেকের বেশি হারাতে হচ্ছে রোহিত-কোহলিদের।
নির্ধারিত সময়ে তিন ওভার বল কম করায় ভারত দলের সবাইকে ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা করেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ।
আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ে প্রতি ওভারের ঘাটতির জন্য সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ হারে জরিমানা করা হয়।
ভারত দলের অধিনায়ক রোহিত দায় স্বীকার করে শাস্তি মেনে নেন, তাই আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
গত বুধবার হায়দরাবাদে রোমাঞ্চকর ম্যাচটি ১২ রানে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে যায় ভারত। শুবমান গিলের রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরিতে ৩৪৯ রান তোলে স্বাগতিকরা। জবাবে মাইকেল ব্রেসওয়েলের বিধ্বংসী সেঞ্চুরিতে ৩৩৭ রানে থামে কিউইরা।