রুটের সেঞ্চুরিতে বড় লিডের পথে ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Jan 2021 07:35 PM BdST Updated: 15 Jan 2021 07:35 PM BdST
-
জো রুটের সেঞ্চুরি উদযাপন। ছবি: ইসিবি
-
চতুর্থ উইকেটে ১৭৩ রানের জুটি গড়েন জো রুট ও ড্যান লরেন্স। ছবি: ইসিবি
গত বছরটা কেটেছে তার সেঞ্চুরিহীন। নতুন বছরের শুরুতেই খরা কাটালেন জো রুট। অধিনায়কের অপরাজিত দেড়শ রানের ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বড় লিডের পথে রয়েছে ইংল্যান্ড।
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনে খেলা হতে পারে কেবল ৫৩ ওভার। প্রথম ইনিংসে ইংল্যান্ডের রান ৪ উইকেটে ৩২০। এগিয়ে আছে তারা ১৮৫ রানে, হাতে ৬ উইকেট।
১৬৮ রানে অপরাজিত আছেন রুট। ৭ রান নিয়ে খেলছেন জস বাটলার। ৭৩ করে আউট হন অভিষিক্ত ড্যান লরেন্স।
বৃষ্টির কারণে সকালে খেলা শুরু হয় ৭০ মিনিট দেরিতে। ২ উইকেটে ১২৭ রান নিয়ে দিন শুরু করে ইংল্যান্ড। দিনের দ্বিতীয় ওভারে জনি বেয়ারস্টো ফেরেন আগের দিনে ৪৭ রানেই। দুই ওপেনারের মতো বেয়ারস্টোও বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়ার শিকার।
এরপর অভিষিক্ত লরেন্সকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন আগের দিন ফিফটি করা রুট। ৯৯ রান নিয়ে লাঞ্চে যাওয়া ডানহাতি এই ব্যাটসম্যান বিরতি থেকে ফিরেই সেঞ্চুরি পূর্ণ করেন ১৬৩ বলে।

চতুর্থ উইকেটে ১৭৩ রানের জুটি গড়েন জো রুট ও ড্যান লরেন্স। ছবি: ইসিবি
অভিষেকে দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে লরেন্স ফিফটি পূর্ণ করেন ৯৫ বলে। ৭৩ রানে তাকে থামিয়ে ১৭৩ রানের জুটি ভাঙেন অফ স্পিনার দিলরুয়ান পেরেরা। ৬ চার ও এক ছক্কায় ইনিংসটি সাজান ২৩ বছর বয়সী ব্যাটসম্যান।
বৃষ্টির কারণে চা বিরতির পর আর একটি বলও খেলা হয়নি।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৬.১ ওভারে ১৩৫
ইংল্যান্ড ১ম ইনিংস: (আগের দিন ১২৭/২) ৯৪ ওভারে ৩২০/৪ (বেয়ারস্টো ৪৭, রুট ১৬৮*, লরেন্স ৭৩, বাটলার ৭; এম্বুলদেনিয়া ৩৮-৪-১৩১-৩, ফার্নান্দো ৮-০-২১-০, হাসারাঙ্গা ১৫-১-৬৩-০, দিলরুয়ান পেরেরা ২৮-২-৮২-১, শানাকা ৫-১-১৬-০)।
-
দ্রুত ৪ উইকেট হারিয়ে কাঁপছে বাংলাদেশ
-
চুক্তি হারিয়ে অভিমানে অবসরে স্যাটার্থওয়েট
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- দ্রুত ৪ উইকেট হারিয়ে কাঁপছে বাংলাদেশ
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- দেখিয়ে দিতে চান আজার
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- বাম জোট ছাড়ল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন