রুটের সেঞ্চুরিতে বড় লিডের পথে ইংল্যান্ড

গত বছরটা কেটেছে তার সেঞ্চুরিহীন। নতুন বছরের শুরুতেই খরা কাটালেন জো রুট। অধিনায়কের অপরাজিত দেড়শ রানের ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বড় লিডের পথে রয়েছে ইংল্যান্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2021, 01:35 PM
Updated : 15 Jan 2021, 01:35 PM

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিনে খেলা হতে পারে কেবল ৫৩ ওভার। প্রথম ইনিংসে ইংল্যান্ডের রান ৪ উইকেটে ৩২০। এগিয়ে আছে তারা ১৮৫ রানে, হাতে ৬ উইকেট।

১৬৮ রানে অপরাজিত আছেন রুট। ৭ রান নিয়ে খেলছেন জস বাটলার। ৭৩ করে আউট হন অভিষিক্ত ড্যান লরেন্স।

বৃষ্টির কারণে সকালে খেলা শুরু হয় ৭০ মিনিট দেরিতে। ২ উইকেটে ১২৭ রান নিয়ে দিন শুরু করে ইংল্যান্ড। দিনের দ্বিতীয় ওভারে জনি বেয়ারস্টো ফেরেন আগের দিনে ৪৭ রানেই। দুই ওপেনারের মতো বেয়ারস্টোও বাঁহাতি স্পিনার লাসিথ এম্বুলদেনিয়ার শিকার।

এরপর অভিষিক্ত লরেন্সকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন আগের দিন ফিফটি করা রুট। ৯৯ রান নিয়ে লাঞ্চে যাওয়া ডানহাতি এই ব্যাটসম্যান বিরতি থেকে ফিরেই সেঞ্চুরি পূর্ণ করেন ১৬৩ বলে।

চতুর্থ উইকেটে ১৭৩ রানের জুটি গড়েন জো রুট ও ড্যান লরেন্স। ছবি: ইসিবি

রুটের এটি ১৮তম টেস্ট সেঞ্চুরি, ২০১৯ সালের নভেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে ২২৬ রানের পর প্রথম। মাঝে ১৫ ইনিংসে পাননি তিন অঙ্কের দেখা। ক্যারিয়ারে প্রথমবার সেঞ্চুরি ছাড়া কাটে তার পুরো একটি বছর।

অভিষেকে দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে লরেন্স ফিফটি পূর্ণ করেন ৯৫ বলে। ৭৩ রানে তাকে থামিয়ে ১৭৩ রানের জুটি ভাঙেন অফ স্পিনার দিলরুয়ান পেরেরা। ৬ চার ও এক ছক্কায় ইনিংসটি সাজান ২৩ বছর বয়সী ব্যাটসম্যান।

বৃষ্টির কারণে চা বিরতির পর আর একটি বলও খেলা হয়নি।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৪৬.১ ওভারে ১৩৫

ইংল্যান্ড ১ম ইনিংস: (আগের দিন ১২৭/২) ৯৪ ওভারে ৩২০/৪ (বেয়ারস্টো ৪৭, রুট ১৬৮*, লরেন্স ৭৩, বাটলার ৭; এম্বুলদেনিয়া ৩৮-৪-১৩১-৩, ফার্নান্দো ৮-০-২১-০, হাসারাঙ্গা ১৫-১-৬৩-০, দিলরুয়ান পেরেরা ২৮-২-৮২-১, শানাকা ৫-১-১৬-০)।