দেশি কোচের সুবিধা বুঝছেন হাথুরুসিংহে

ভাষা একই। ধরন চেনা। মানসিকতা আর আচার-আচরণ পরিচিত। নিজে শ্রীলঙ্কান বলে লঙ্কান ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগটা খুব ভালো হচ্ছে চন্দিকা হাথুরুসিংহের। কোচিংয়ের শুরুতে এটিকে সাফল্যের অন্যতম কারণ মনে করছেন লঙ্কান কোচ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2018, 09:04 AM
Updated : 17 Feb 2018, 12:40 PM

চলতি বাংলাদেশ সফর দিয়েই শ্রীলঙ্কান কোচ হিসেবে হাথুরুসিংহের পথচলার শুরু। শুরুতে টানা দুই ম্যাচ হারলেও পরে প্রথম সফরে ভারী হয়েছে তার সাফল্যের পাল্লাই। ত্রিদেশীয় সিরিজে শুরুতে দুই ম্যাচ হারলেও পরে টানা তিন ম্যাচ জিতে হয়েছে চ্যাম্পিয়ন। জিতেছে টেস্ট সিরিজ। এগিয়ে আছে টি-টোয়েন্টি সিরিজে।

প্রথম সফরে লঙ্কান ক্রিকেটাররা যেভাবে সাড়া দিয়েছে, তা নাড়া দিয়েছে হাথুরুসিংহের মনে।

“সত্যি বলতে, ক্রিকেটাররা যেভাবে সাড়া দিয়েছে, তাতে আমি খুবই সন্তুষ্ট। আমি মনে করি, এটির একটি বড় কারণ ছিল নিজ দেশের হওয়ায় ঘনিষ্ঠ হওয়ার সুযোগ। ওদের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারছি। ওদের জন্যও কাজটা সহজ হচ্ছে, দ্রুত সাড়া দিচ্ছে।”

“শুরুতে একটু সময় লেগেছে। সেটি লাগাই স্বাভাবিক। তবে এরপর ছেলেরা যেভাবে সাড়া দিয়েছে, চ্যালেঞ্জের জবাব দিয়েছে, কোচ হিসেবে সেটি দেখা ছিল দারুণ।”