সিলেটের নেটে তামিমের ৪৫ মিনিট

অধিনায়ক শুনিয়েছিলেন আশাবাদ। এরপরও শঙ্কা যদি কিছু থাকে, সেটিও অনেকটা উড়িয়ে দিল তামিম ইকবালের নেট সেশন। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নেটে শনিবার ব্যাট করলেন ৪৫ মিনিট। একেকটি শটে দূরে ঠেললেন শঙ্কাকেও। নতুন করে কিছু না হলে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ফিরছেন তামিম।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Feb 2018, 10:39 AM
Updated : 17 Feb 2018, 12:41 PM

প্রথম টি-টোয়েন্টির আগে গত মঙ্গলবার অনুশীলনে বাঁ হাতের পেশিতে চোট পেয়েছিলেন তামিম। ফুলে যাওয়া জায়গায় ছিল প্রচণ্ড ব্যথা। সেই চোটের কারণে খেলতে পারেননি প্রথমটিতে। সেদিনের পর শনিবার ব্যাট হাতে নিলেন প্রথম।

তামিম নেটে নামার বেশ আগেই সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহ শুনিয়ে গেছেন আশার কথা।

“তামিমের অবস্থা এখন অনেক ভালো। আশা করি সে ফিট হয়ে যাবে পুরোপুরি, খেলবে আগামীকাল। এখন অবস্থা বেশ ভালো।”

অবস্থার ভালোর প্রমাণ দিয়েই দুপুর ৩টা ২০ মিনিটে ব্যাট হাতে নেটে গেলেন তামিম। খেললেন পেস-স্পিন সব ধরনের বলই।

টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছ, চোটের জায়গাটা খানিকটা এখনও ফোলা আছে তামিমের। তবে ব্যাথা নেই। তাই রোববার মাঠে নামা নিয়ে শঙ্কাও খুব একটা নেই।