টি-টোয়েন্টি দলে সাইফ উদ্দিন ও মিরাজ
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Apr 2017 08:43 PM BdST Updated: 01 Apr 2017 10:30 PM BdST
ওয়ানডে সিরিজের আগে গিয়েছিলেন স্রেফ প্রস্তুতি ম্যাচ খেলতে। ওয়ানডে সিরিজ শেষে আবার শ্রীলঙ্কায় যাচ্ছেন মোহাম্মদ সাইফ উদ্দিন। এবার আর বাড়তি একজন নয়, মূল দলের অংশ হিসেবেই। ২০ বছর বয়সী অলরাউন্ডার জায়গা পেয়েছেন বাংলাদেশের টি-টোয়ন্টি দলে।
শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে নতুন মুখ আছে আরও দুটি। একজন অবশ্য এর মধ্যেই হয়ে গেছেন দলের গুরুত্বপূর্ণ অংশ! টেস্ট ও ওয়ানডে শুরুতেই রাঙানোর পর এবার টি-টোয়েন্টিতেও সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।
আর ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেয়ে কোনো ম্যাচ না খেললেও টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম।
সবশেষ নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টেয়োন্টি খেলা স্কোয়াড থেকে জায়গা হারিয়েছেন পেসার রুবেল হোসেন, অলরাউন্ডার শুভাগত হোম ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
চোটের কারণে নিউ জিল্যান্ড সিরিজে না খেলা মুশফিকুর রহিম অবধারিতভাবেই আছেন এবার। ওয়ানডে সিরিজে না খেললেও টিকে গেছেন দ্বিতীয় উইকেটকিপার নুরুল হাসান।
সাম্প্রতিক সময়ে যা পারফরম্যান্স, তাতে সাইফ উদ্দিনের ডাক পাওয়াটা খুব বিস্ময়কর নয়। শনিবারই সেমি-ফাইনালে হেরে যাওয়া ইমার্জিং টিমস এশিয়া কাপের ম্যাচে বাংলাদেশ দলের সেরা পারফরমার ছিলেন সাইফ। চার ম্যাচে সাত উইকেট নেওয়ার পাশাপাশি লোয়ার অর্ডারে করেছেন গুরুত্বপূর্ণ কিছু রান।
এর আগে বিসিএলে তিন ম্যাচে নিয়েছিলেন ১২ উইকেট, করেছিলেন একটি অর্ধশতক। জাতীয় লিগে চার ম্যাচে উইকেট ছিল ১০টি, করেছিলেন দুটি অর্ধশতক। নজর কেড়েছিলেন দেশের মাটিতে গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দুটি হবে আগামী মঙ্গলবার ও বৃহস্পতিবার, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে।
টি-টোয়েন্টিতে বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নুরুল হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, শুভাশীষ রায়, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম।
-
ম্যাথিউস-চান্দিমালের সেঞ্চুরিতে বেড়ে চলেছে শ্রীলঙ্কার লিড
-
চুক্তি হারিয়ে অভিমানে অবসরে স্যাটার্থওয়েট
-
ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে তাইজুলের শাস্তি
-
রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
-
বাংলাদেশের স্কোর ছুঁয়েই দ্রুত রান তুলতে চায় শ্রীলঙ্কা
-
‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
-
আয়ারল্যান্ড সফরে ভারতের কোচ লক্ষণ
-
আফগানিস্তানের বোলিং কোচ উমর গুল
সর্বাধিক পঠিত
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- কুমিল্লায় ফিরে ইমরান বললেন অন্য কথা
- নিষেধাজ্ঞা তুলে নিলে ইউক্রেইন থেকে খাদ্যশস্য বের করতে দেয়া হবে: রাশিয়া
- ৬ ধাপ এগোলেন তামিম, ৪ ধাপ মুশফিক, ৩ ধাপ লিটন
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- দারুণ শুরুর পর শেষটায় হতাশ বাংলাদেশ
- ‘গোপন একটা বিষয় আছে’, গুলিবর্ষণের আগে বার্তা টেক্সাসের তরুণের
- বাম জোট ছাড়ল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও গণসংহতি আন্দোলন
- ‘ওয়ার্নের মতো সাকিব’, মুগ্ধ-অভিভূত ডোনাল্ড
- দেখিয়ে দিতে চান আজার