সমতায় ফিরে শ্রীলঙ্কার উচ্ছ্বাস
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Apr 2017 09:58 PM BdST Updated: 01 Apr 2017 10:33 PM BdST
লঙ্কানদের উল্লাসই বলে দিচ্ছিল কতটা চাপে ছিল তারা। পুরস্কার বিতরণী পর্বে উপুল থারাঙ্গার হাসিই বলে দিচ্ছিল কতটা স্বস্তি পাচ্ছেন লঙ্কান অধিনায়ক। সেই স্বস্তি শুধু মুখায়বে নয়, উঠে এল কণ্ঠেও। সিরিজটা সমতায় শেষ করতে পেরে উচ্ছ্বসিত থারাঙ্গা।
শেষ ওয়ানডের আগে প্রবল চাপে ছিল শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকায় ৫-০ ব্যবধানে সিরিজ হেরে আসার পর বাংলাদেশের বিপক্ষেও ছিল সিরিজ হারের শঙ্কা। শেষ পর্যন্ত শেষ ম্যাচ জিততে পারায় দারুণ খুশি থারাঙ্গা।
“স্বস্তি অবশ্যই পাচ্ছি। বেশ চাপে ছিলাম আমরা। এই ম্যাচটি জিততেই হতো। ছেলেরা খুব ভালো ভাবে ঘুরে দাঁড়িয়েছে। সব মিলিয়ে শেষটা খুব ভালো হয়েছে।”
থারাঙ্গা ও দানুশকা গুনাথিলাকা মিলে শ্রীলঙ্কাকে দারুণ শুরু এনে দিয়েছিলেন। পরে অর্ধশতক করেন কুসল মেন্ডিসও। তার পরও পথ হারিয়েছিল লঙ্কান ইনিংস। কিন্তু থিসারা পেরেরার ৪০ বলে ৫২ রানের ইনিংস শ্রীলঙ্কাকে এনে দেয় ২৮০ রানের পুঁজি।
থারাঙ্গার মতে, পেরেরার ইনিংসটিই গড়ে দিয়েছে পার্থক্য।
“দারুণ শুরুর পরও দুটি রান আউটে আমরা মোমেন্টাম হারিয়ে ফেলেছিলাম। কিন্তু থিসারা পেরেরা অসাধারণ ব্যাট করেছে আজ। দারুণ পরিণত এক ইনিংস খেলেছে। সময় নিয়ে থিতু হয়েছে, পরে দারুণভাবে শেষ করেছে। নিজের ভূমিকাটা সে বুঝতে পেরেছে। দলের প্রয়োজনে দায়িত্ব নিয়ে খেলেছে।”
প্রথম ম্যাচেও ঝড়ো এক অর্ধশতক করেছিলেন পেরেরা। তবে সেদিন তার আগেই এরকম নিশ্চিত হয়েগিয়েছিল দলের জয়। এবার তার ইনিংসটিই দলকে গড়ে দিল জয়ের ভিত।
-
চার উইকেট নিয়ে বাংলাদেশের দুর্দান্ত সেশন
-
পাকিস্তানের শেহজাদের অদ্ভুত দাবি
-
‘নতুন ব্যাগি গ্রিন’ আর ‘নতুন শুরুর’ অপেক্ষায় ম্যাক্সওয়েল
-
অভিষেকে ওভারটনের রেকর্ড, ওভারটনের আক্ষেপ
-
পদ্মা সেতুর আবেগের ঢেউ ক্রিকেট আঙিনায়
-
শ্রীলঙ্কা দলে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা ভ্যান্ডারসে
-
‘ব্যাটিং শুরুতে কখনও ভালো হচ্ছে না, কখনও মাঝে’
-
অজুহাত দিতে চান না তামিম
সর্বাধিক পঠিত
- সাঁতরে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা বললেন তরুণী?
- পুলিশের সামনে শিক্ষকের গলায় জুতার মালা: চলছে প্রতিবাদ
- প্রাথমিকে ছুটি ২৮ জুন থেকে, মাধ্যমিকে ৩ জুলাই
- ঝড়ো দুই সেঞ্চুরিতে তামিম-ম্যাককালামদের সঙ্গী বেয়ারস্টো
- ‘নিজের গায়ে’ আগুন দিয়ে হাসপাতালে নারী চিকিৎসক
- পদ্মা সেতুর উদ্বোধনে এসে ‘সৌভাগ্যবান’ মনে করছেন জাফরুল্লাহ
- উত্তরপত্রে ‘মন ভালো নেই’ লিখে বিপাকে জগন্নাথ শিক্ষার্থী
- উৎসবের মাহেন্দ্রক্ষণে মেয়ের সঙ্গে ফ্রেমবন্দি প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্রের জন্য আজ দুঃখের দিন: বাইডেন
- যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার কেড়ে নিল সুপ্রিম কোর্ট