‘এই উইকেটে ২৮১ করা উচিত ছিল’
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Apr 2017 10:02 PM BdST Updated: 01 Apr 2017 10:31 PM BdST
প্রচণ্ড গরমের জন্য খেলোয়াড়রা একটু ক্লান্ত ছিলেন। ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে পড়েছে তার ছাপ। তবে মাশরাফির কাছে তৃতীয় ওয়ানডেতে হারের জন্য এটা কোনো অজুহাত নয়। অধিনায়ক মনে করছেন, যেমন উইকেট পেয়েছিলেন তাতে লক্ষ্যটা ছিল যে কোনো দিন, যে কোনো সময়ে তাড়া করার মতো।
সিহংলিজ স্পোর্টস ক্লাব মাঠে শ্রীলঙ্কার ছুড়ে দেওয়া ২৮১ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ২১০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। হাতের নাগালে লক্ষ্য পেয়েও দলের ৭০ রানের হার কোনোভাবেই মেনে নিতে পারছেন না অধিনায়ক।
“যদি আমাকে ম্যাচের আগে জিজ্ঞেস করা হতো, ২৬০/২৭০ রানের লক্ষ্য তাড়ার কথা, আমি খুব খুশি থাকতাম। বিশেষ করে দ্বিতীয় অংশে যে ধরনের উইকেট পাওয়া যায়।”
চতুর্থ ওভারে ১১ রানে তামিম ইকবাল, সাব্বির রহমান ও মুশফিকুর রহিমের উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
“১১ রানে ৩ উইকেট হারানোর পর ঘুরে দাঁড়ানো সব সময় কঠিন। তারপরও সাকিব (আল হাসান) ও সৌম্য (সরকার) বড় ইনিংস খেলার সুযোগ পেয়েছিল। আমার মনে হয়, ১০ ওভার (আসলে ৮) বল করা সাকিব খুব ক্লান্ত ছিল। ক্রাম্পের সমস্যাও ছিল। এরপর আর কোনো জুটি গড়তে পারিনি।”
৭৭ রানের জুটিতে দলকে ভালো অবস্থানের দিকে নিয়ে গিয়েছিলেন সাকিব-সৌম্য। রান রেটও ছিল ছয় ছুঁইছুঁই। সৌম্যর বিদায়ের পর আর কোনো জুটি গড়ে পারেনি বাংলাদেশ।
“শুরুতে দুই পাশে দুই নতুন বল সুইং করেছে, দ্রুত তিনটা উইকেট গেছে। আমার মনে হয়, সৌম্য-সাকিব যেভাবে ব্যাট করছিল সেটা যদি টেনে নেওয়া যেত, আরও যে দুই ব্যাটসম্যান ছিলেন তারা যদি বড় ইনিংস খেলত আমরা তারপরও এই ম্যাচ জিততে পারতাম।”
“আমরা খুব ভালো রিকভারি করে ফেলেছিলাম। যে কোনো দিন, যে কোনো সময়ে এই উইকেটে ২৮০ রান চেজেবল।”
কলম্বো ক্রিকেট ক্লাব মাঠে প্রস্তুতি ম্যাচ খেলার সময় মাশরাফিরা দেখেছিলেন দিনের ম্যাচে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং সহজ হয়। শনিবারের ম্যাচে ছিল বৃষ্টি শঙ্কা। দুইয়ে মিলে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক।
“আমরা ওদের যত রানে বেধে রাখতে চেয়েছিলাম তার চেয়ে ২০ রান বেশি হয়েছে। ২৫০/২৬০ রানের ভেতরে রাখতে পারলে ব্যাটসম্যানদের জন্য সুবিধা হতো। (মেহেদী হাসান) মিরাজ, তাসকিন (আহমেদ) কিন্তু সহজেই টিকে গেছে। এটা পরিষ্কার, উইকেটে দ্বিতীয় ইনিংসে তেমন কিছুই ছিল না। যে উইকেট ছিল তাতে ২৮১ করা উচিত ছিল।”
-
’৩০ বলে ৩০ রান থেকে ৫০ বলে ৯০ করে ফেলতে পারে বাটলার’
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
-
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
-
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়
-
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি
-
মুমিনুলের ওপর ভরসা রাখছেন ডমিঙ্গো
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘আর্জেন্টিনার জন্য প্রতিটি মিনিট, ম্যাচ গুরুত্বপূর্ণ’
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
- পল্লবী-বিদিশার পর কলকাতায় মিললো অভিনেত্রী মঞ্জুষার ঝুলন্ত লাশ
- টেক্সাসের স্কুলে হামলাকারীর মা বললেন, ‘ক্ষমা করো’
- ডগ স্কোয়াড: বিদেশে প্রশিক্ষণে গিয়ে ‘নিখোঁজ’ দুই পুলিশ