‘কল্পনাও করিনি ওই ক্যাচ ছেড়ে দিবে’

অমন সহজ ক্যাচ তুলে দেওয়ার পর জীবন পেতে পারেন বিশ্বাস হচ্ছিল না স্বয়ং ব্যাটসম্যান তামিম ইকবালেরই। আফগানিস্তানের অধিনায়ক আসগর স্তানিকজাইয়ের হাতে অবিশ্বাস্য জীবন পেয়ে সেটা কাজে লাগানোতেই মনোযোগ দিয়েছিলেন বাংলাদেশের এই উদ্বোধনী ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2016, 05:41 PM
Updated : 1 Oct 2016, 06:53 PM

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঘটনাটি তৃতীয় ওভারের। উইকেট থেকে সহায়তা পাওয়া মোহাম্মদ নবির প্রথম ওভার মেডেন খেলেন তামিম।

আফগান অফ স্পিনারের পরের ওভারের প্রথম বলে পুল করতে গিয়ে মিড অনে সহজতম ক্যাচ দেন তামিম। দুই হাতে বল তালুবন্দি করতে গিয়ে পারেননি স্তানিকজাই। বিশ্বাস হচ্ছিল না মাঠে থাকা কারোরই।

১ রানে জীবন পাওয়া তামিম যোগ করেন আরও ১১৭ রান। তার দৃঢ়তাভরা ইনিংসেই ২৭৯ রানের বড় স্কোর গড়ে বাংলাদেশ।

ম্যাচ ও সিরিজ সেরা তামিম সংবাদ সম্মেলনে বলেন, “সাধারণত আমি জীবন পেলে ভালো কিছু করি না। আমার রেকর্ড তাই বলে। আমি কল্পনাও করিনি যে, ওই ক্যাচ ছেড়ে দিবে।”

তামিম জানান, জীবন পাওয়ার পর নিজেকে বোঝানোর চেষ্টা করছিলেন দিনটি তার হবে।

“আমি তখন ১ রানে ছিলাম। আরও অনেক লম্বা (পথ) যেতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে। ওটা ভুলে নতুন করে শুরু করে যতটা সম্ভব ক্রিকেটিং শটে থাকার চেষ্টা করছিলাম।”