দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজ
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের একাদশে বিশেষজ্ঞ কোনো স্পিনার রাখেনি পাকিস্তান।
Published : 25 Dec 2024, 11:04 PM
রান-খরায় দল থেকে বাদ পড়লেও বাবর আজমের ওপর আস্থা হারায়নি পাকিস্তান। দুই টেস্ট পর দলে ফেরানো তারকা ব্যাটসম্যানকে একাদশেও জায়গা দিয়েছে তারা। এবার বাদ পড়েছেন ওপেনার আবদুল্লাহ শাফিক।
সেঞ্চুরিয়নে বৃহস্পতিবার শুরু পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার বক্সিং ডে টেস্ট। আগের দিন একাদশ ঘোষণা করেছে সফরকারীরা। এই ম্যাচের জন্য কোনো বিশেষজ্ঞ স্পিনার রাখেনি তারা। স্বাগতিকদের বিপক্ষে লড়াইয়ে নামছে চার পেসার নিয়ে।
টেস্টে দুই বছর ধরে নিজেকে মেলে ধরতে পারছেন না বাবর। সবশেষ ১৮ ইনিংসে কোনো ফিফটি নেই তার। চল্লিশের ঘরে যেতে পেরেছেন কেবল একবার। তার ব্যাট থেকে পঞ্চাশ ছোঁয়া ইনিংস সবশেষ দেখা গেছে ২০২২ সালের ডিসেম্বরে, করাচিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন ১৬১ রানের ইনিংস।
গত অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে খারাপ করার পর শেষ দুই টেস্টের দল থেকেই বাদ পড়েন বাবর। এবার তাকে ফেরানো হলো দক্ষিণ আফ্রিকা সিরিজে। সেঞ্চুরিয়নে তিনে ব্যাটিং করবেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিন ওয়ানডেতে শূন্য রানে আউট হওয়া শাফিককে টেস্টের একাদশে রাখেনি পাকিস্তান। সাদা পোশাকেও অবশ্য দীর্ঘ দিন ধরে ছন্দে নেই তিনি। বিশেষ করে, ২০২৪ সালটা বাজে কেটেছে তার।
টেস্টে এ বছর ১২ ইনিংসে শাফিকের ব্যাটিং গড় ১৫ এর একটু বেশি। ১৭৪ রানের বেশিরভাগই করেন তিনি এক ইনিংসে। মুলতানের সড়কের মতো উইকেটে খেলেন ১০২ রানের ইনিংস, যেখানে টেস্ট ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ রান করে ইংল্যান্ড। বাকি ১১ ইনিংসে দুই অঙ্ক ছুঁতে পারেন তিনি স্রেফ দুইবার।
শাফিকের বাদ পড়ায় সাইম আইয়ুবের সঙ্গে ওপেন করতে হবে শান মাসুদকে। দলে জায়গা ধরে রেখেছেন কামরান গুলাম। চোটের কারণে ইংল্যান্ড সিরিজে সুযোগ না পাওয়া খুররাম শাহজাদকে ফেরানো হয়েছে একাদশে। পেস বোলিং বিভাগে তার সঙ্গে আছেন আমের জামাল, নাসিম শাহ ও মোহাম্মদ আব্বাস।
ইংল্যান্ড সিরিজের শেষ দুই টেস্টের দল থেকে বাদ পড়েছিলেন নাসিমও। আর তিন বছরের বেশি সময় পর টেস্ট খেলতে যাচ্ছেন আব্বাস। লাল বলে সবশেষ মাঠে নামেন তিনি ২০২১ সালের অগাস্টে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
দক্ষিণ আফ্রিকার পেস সহায়ক কন্ডিশনের কথা মাথায় রেখেই মুলত একাদশে কোনো স্পিনার রাখেনি পাকিস্তান। তবে প্রয়োজনে অফ স্পিনে দলকে সহায়তা করতে পারেন সালমান আলি আগা। বাঁহাতি স্পিনে কার্যকর ভূমিকা রাখতে পারেন সাউদ শাকিলও।
সেঞ্চুরিয়ন টেস্টের পাকিস্তান একাদশ: শান মাসুদ (অধিনায়ক), সাইম আইয়ুব, বাবর আজম, কামরান গুলাম, মোহাম্মদ রিজওয়ান, সাউদ শাকিল, সালমান আলি আগা, আমের জামাল, নাসিম শাহ, খুররাম শাহজাদ, মোহাম্মদ আব্বাস।