শ্রীলঙ্কা-নিউ জিল্যান্ড
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে লিড নেওয়ার পথে আছে নিউ জিল্যান্ড।
Published : 19 Sep 2024, 07:51 PM
বৃষ্টিবিঘ্নিত সকালে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে দিতে একদমই সময় নিল না নিউ জিল্যান্ড। আগের দিনের চমৎকার বোলিংয়ের ধারাবাহিকতায় পাঁচ উইকেট পূর্ণ করলেন পেসার উইল ও’রোক। পরে টম ল্যাথাম ও কেন উইলিয়ামসনের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে শক্ত অবস্থানে আছে সফরকারীরা।
গলে সিরিজের প্রথম টেস্টে বৃহস্পতিবার শ্রীলঙ্কার প্রথম ইনিংস ৩০৫ রানে থামিয়ে দিয়েছে নিউ জিল্যান্ড। ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২৫৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে তারা। এখনও ৫০ রানে পিছিয়ে আছে কিউইরা।
দারুণ ব্যাটিংয়ে ৬ চারে ৭০ রান করেন ল্যাথাম। তারকা ব্যাটসম্যান উইলিয়ামসনের ব্যাট থেকে আসে ১ ছক্কা ও ৪টি চারে ৫৫ রান।
বৃষ্টির বাগড়ায় এদিন প্রথম সেশনে খেলা হয় কেবল ১৫ মিনিট। ৭ উইকেটে ৩০২ রান নিয়ে দিন শুরু করা লঙ্কানদের এর মধ্যেই গুটিয়ে দেয় নিউ জিল্যান্ড। চার ওভারের মধ্যে প্রতিপক্ষের বাকি তিন উইকেট তুলে নেয় তারা।
প্রাবাথ জায়াসুরিয়াকে এলবিডব্লিউ করে দেন স্পিনার এজাজ প্যাটেল। পরে একই ওভারে রামেশ মেন্ডিস ও আসিথা ফার্নান্দোকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন আগের দিন তিনটি নেওয়া ও’রোক।
দারুণ বোলিংয়ে টেস্ট ক্যারিয়ারের শুরুতে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ছাড়ছেন এই পেসার। তৃতীয় টেস্ট খেলতে নামা ও’রোক এনিয়ে ইনিংসে দ্বিতীয়বার পেলেন পাঁচ উইকেটের স্বাদ। চার উইকেটও পেয়েছিলেন একবার।
ল্যাথাম ও ডেভন কনওয়ের ব্যাটে শুরুটা ভালো হয় নিউ জিল্যান্ডের। তাদের ৬৩ রানের উদ্বোধনী জুটি ভাঙে কনওয়ের বিদায়। এক বছরের বেশি সময় পর টেস্ট খেলতে নামা রামেশের বলে এলবিডব্লিউ হন এই ওপেনার। তাকে রিভিউ নিয়ে ফেরায় লঙ্কানরা।
এরপর উইলিয়ামসনকে নিয়ে দলকে টানেন ল্যাথাম। দেখেশুনে খেলে রান বাড়াতে থাকেন দুজন। জমে ওঠে তাদের জুটি। ৬৯ বলে ফিফটি করেন ল্যাথাম। তার আত্মবিশ্বাসী ব্যাটিংয়ের সমাপ্তি ঘটিয়ে চা-বিরতিতে যায় লঙ্কানরা। ভাঙে ৭৩ রানের জুটি।
স্পিনার জায়াসুরিয়ার ঝুলিয়ে দেওয়া বলে সুইপ করেন ল্যাথাম। কিন্তু বাড়তি বাউন্সের কারণের ব্যাটের মাঝে খেলতে পারেননি বাঁহাতি ওপেনার। কানায় লেগে ধরা পড়েন ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে।
বিরতির পর এসে নিজের ফিফটি পূর্ণ করেন উইলিয়ামসন, ৮৭ বলে। এর কিছুক্ষণ পরই বাজে তার বিদায়ঘণ্টা। ধানাঞ্জায়া ডি সিলভার বলে ঝাঁপিয়ে পড়ে অসাধারণ ক্যাচ নেন কুসাল মেন্ডিস।
লঙ্কান অধিনায়ক ধানাঞ্জায়া নিজের পরের ওভারে ফিরিয়ে দেন রাচিন রাভিন্দ্রাকে। ৪টি চারে ৩৯ রান করে বোল্ড হন মিডল অর্ডার ব্যাটসম্যান।
দিনের বাকিটা সময় দলকে আর বিপদে পড়তে দেননি ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল। তাদের অবিচ্ছিন্ন ৫৯ রানের জুটিতে আড়াইশ ছাড়ায় নিউ জিল্যান্ডের রান।
মিচেল ৪১ রান নিয়ে অপরাজিত আছেন। ব্লান্ডেল খেলছেন ১৮ রানে।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৯১.৫ ওভারে ৩০৫ (আগের দিন ৩০২/৭) (রামেশ ১৪, জায়াসুরিয়া ০, কুমারা ২*, আসিথা ০; সাউদি ১৪-২-৪৮-১, ও’রোক ১৮.৫-৪-৫৫-৫, এজাজ ২০-৪-৬০-২, স্যান্টনার ১৯-২-৬৪-০, ফিলিপস ১৮-০-৫২-২, রাভিন্দ্রা ২-০-১২-০)
নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৭২ ওভারে ২৫৫/৪ (ল্যাথাম ৭০, কনওয়ে ১৭, উইলিয়ামসন ৫৫, রাভিন্দ্রা ৩৯, মিচেল ৪১*, ব্লান্ডেল ১৮*; আসিথা ৭-১-২৫-০, কুমারা ৯-৪-১২-০, ধানাঞ্জায়া ৭-০-৩১-২, রামেশ ১৭-১-৬৯-১, জায়াসুরিয়া ৩১-৩-৯৯-১, কামিন্দু ১-০-৮-০)