কোচের পদ থেকে বরখাস্ত করার ঘোষণা দেওয়ার পর এবার চান্দিকা হাথুরুসিংহের সঙ্গে চুক্তি বাতিল করার আনুষ্ঠানিকতা সেরে নিল বিসিবি।
Published : 18 Oct 2024, 12:24 AM
কারণ দর্শানোর নোটিশের জবাবে যে ব্যাখ্যা দিয়েছেন চান্দিকা হাথুরুসিংহে, সেটিকে গ্রহণ করা বা সন্তুষ্ট হওয়ার উপাদান পায়নি বিসিবি। কোচের পদ থেকে বরখাস্তের ঘোষণা দেওয়ার পর এই শ্রীলঙ্কানের সঙ্গে চুক্তি বাতিলের আনুষ্ঠানিকতাও সেরে নিয়েছে বিসিবি।
বৃহস্পতিবার রাতে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে চুক্তি বাতিল করার এই ঘোষণা দেয় বিসিবি। মেয়াদ শেষের মাস পাঁচেক আগেই আনুষ্ঠানিকভাবে হাথুরুসিংহের সঙ্গে সম্পর্ক শেষ হলো বাংলাদেশের বোর্ডের।
অসদাচরণ ও চাকরির শর্ত ভঙ্গের দায়ে এই চুক্তি বাতিল করার কথা জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। গত মঙ্গলবার হাথুরুসিংহেকে বরখাস্তের ঘোষণা দিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, জাতীয় ক্রিকেটারকে শারীরিক আক্রমণ ও প্রাপ্য ছুটির চেয়েও অনেক বেশি ছুটি কাটানোয় কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে কোচকে।
৪৮ ঘণ্টার মধ্যে জবাব চাওয়া হয় দ্বিতীয় মেয়াদে বাংলাদেশে কাজ করা এই কোচের কাছে। বুধবার তার কাছ থেকে জবাব পায় বোর্ড। বৃহস্পতিবার জরুরি এক সভায় তা পর্যালোচনা করা হয় জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “সব দিক বিবেচনা করে হাথুরুসিংহের ব্যাখ্যা বোর্ডের কাছে অসন্তোষজনক ও অগ্রহণযোগ্য মনে হয়েছে এবং তার কাজকে অসদাচরণ ও কর্তব্যে অবহেলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হয়েছে।”
গত বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপ চলার সময় বাঁহাতি স্পিনার নাসুম আহমেদের গায়ে হাত তোলার অভিযোগ উঠেছিল হাথুরুসিংহের বিরুদ্ধে। বিশ্বকাপ ব্যর্থতা নিয়ে গঠিন তদন্ত কমিটির প্রতিবেদনেও এই ঘটনা উঠে এসেছিল বলে জানা গিয়েছিল। যদিও আগের বিসিবি সভাপতি নাজমুল হাসান তা এড়িয়ে গেছেন বা অস্বীকার করেছেন বারবার। তবে ফারুক আহমেদ এবার জানান, তদন্ত প্রতিবেদনেই ঘটনার উল্লেখ আছে। এছাড়া তিনি নিজেও ওই ক্রিকেটার ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছেন।
নতুন কোচ ফিল সিমন্সের নিয়োগকেও আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে বোর্ড। আগামী ফেব্রুয়ারি-মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্বে থাকবেন ক্যারিবিয়ান এই কোচ।