অস্ট্রেলিয়ার ওয়ানডে কাপে ২ উইকেটে ৫২ রান থেকে ৫৩ রানেই অলআউট হয়ে গেছে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া।
Published : 25 Oct 2024, 01:01 PM
শুরুটা ভালো না হলেও লড়াইয়ের চেষ্টা করছিল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। লড়াই চালিয়ে যাচ্ছিলেন ক্যামেরন ব্যানক্রফট। কিন্তু তার বিদায় দিয়ে এমন ভয়ঙ্কর এক ধস নামল, যেন চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল গোটা ইনিংস। এক রানের মধ্যেই একে একে বিদায় নিলেন আট ব্যাটসম্যান!
অস্ট্রেলিয়ার ওয়ানডে কাপে শুক্রবার এমন বিপর্যয় নামে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার ইনিংসে। পার্থে তাসমানিয়ার বিপক্ষে এক পর্যায়ে তাদের রান ছিল ২ উইকেটে ৫২। সেখান থেকে ৫৩ রানেই গুটিয়ে যায় টুর্নামেন্টের গত তিনবারের চ্যাম্পিয়নরা।
প্রথম চার ব্যাটসম্যান মিলে করেন ৪৪ রান। পরের সাত ব্যাটসম্যানের সবাই ফেরেন শূন্য রানে। অতিরিক্ত থেকে আসে ৯ রান।
ধসের শিকার হওয়া ব্যাটসম্যানদের মধ্যে ব্যানক্রফট ছাড়াও আছেন জশ ইংলিস, অ্যাশটন টার্নার, কুপার কনোলি, হিল্টন কার্টরাইট, অ্যাশটন অ্যাগার, জাই রিচার্ডসনের মতো আন্তর্জাতিক ক্রিকেট খেলা তারকারা।
ওয়াকায় টস হেরে ব্যাটিংয়ে নামে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। দলীয় ১০ রানে অ্যারন হার্ডি বিদায় নেন ৭ রান করে। দ্বিতীয় উইকেটে ৩৫ রানের জুটি গড়েন ডার্সি শর্ট ও ব্যানক্রফট। এরপর শর্ট বিদায় নেন ৪১ বলে ২২ রান করে।
একটু পরই ধসের শুরু। ব্যানক্রফট আউট হন ১৪ রান করে। ইংলিস ফেরেন ১ রানে।
দলের রান ৫২ রেখেই বিদায় নেন পাঁচ ব্যাটসম্যান। এরপর বিলি স্ট্যানলেক ওয়াইড দিলে একটি রান যোগ হয়। এরপর আর কোনো রান না করেই আউট হন আরও তিন ব্যাটসম্যান।
ক্যারিয়ার সেরা বোলিংয়ে তাসমানিয়ার নায়ক বাউ ওয়েবস্টার। আগে কখনও ম্যাচে ৪ উইকেট না পাওয়া বোলার এবার ১৭ রানে নেন ৬ উইকেট। স্ট্যানলেকের শিকার ১২ রানে ৩ উইকেট।
অস্ট্রেলিয়ার ওয়ানডে কাপের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় স্কোর এটি। ২০০৩ সালে তাসমানিয়ার বিপক্ষে হোবার্টে ৫১ রানে গুটিয়ে গিয়েছিল সাউথ অস্ট্রেলিয়া।
সহজ রান তাড়ায় ৩ উইকেট হারালেও ৮.৩ ওভারেই জিতে যায় তাসমানিয়া।
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার টানা চার শিরোপার স্বপ্ন এখন প্রায় শেষ হয়ে যাওয়ার পথে। ছয় দলের আসরে চার ম্যাচে এক জয় নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে আছে তারা এখন।