গতিময় এই পেসারকে জায়গা দিতে বাদ পড়েছেন তরুণ অফ স্পিনার শোয়েব বাশির।
Published : 14 Feb 2024, 04:11 PM
হেরে যাওয়া দ্বিতীয় টেস্টের একাদশ থেকে কেবল একটি পরিবর্তন এনে রাজকোটে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড। গতিময় পেসার মার্ক উডকে ফিরিয়েছে তারা। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন তরুণ অফ স্পিনার শোয়েব বাশির।
দুই দলের তৃতীয় টেস্টটি শুরু হবে বৃহস্পতিবার। গত দুই ম্যাচের মতো এবারও আগেই একাদশ ঘোষণা করেছে ইংল্যান্ড। পাঁচ টেস্টের সিরিজে এখন ১-১ সমতায়।
প্রথম দুই ম্যাচে স্পিন নির্ভর আক্রমণ নিয়ে নেমেছিল ইংল্যান্ড। একাদশে ছিলেন কেবল একজন করে বিশেষজ্ঞ পেসার। এবার টেস্ট ইতিহাসের সফলতম পেসার জেমস অ্যান্ডারসনের সঙ্গে উডকে একাদশে রেখেছে সফরকারী।
হায়দরাবাদে প্রথম টেস্টে খেলেন উড। স্পিন মঞ্চে কোনো উইকেট নিতে পারেননি তিনি। ম্যাচটি ইংল্যান্ড জেতে ২৮ রানে। পরের ম্যাচে উডকে বসিয়ে অ্যান্ডারসনকে একাদশে নেয় ইংল্যান্ড। বিশাখাপাত্নামে ১০৬ রানে হেরে যাওয়া ওই ম্যাচে অ্যান্ডারসন নিয়েছিলেন পাঁচ উইকেট।
সিরিজের দ্বিতীয় ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হয় বাশিরের। ২০ বছর বয়সী এই স্পিনার ওই ম্যাচে নেন ৪ উইকেট।
রাজকোট টেস্টে লেগ স্পিনার রেহান আহমেদকে পাওয়া নিয়ে শঙ্কায় পড়েছিল ইংল্যান্ড। এই ম্যাচের আগে পাওয়া লম্বা বিরতি আবু ধাবিতে কাটায় ইংল্যান্ড দল। সেখান থেকে ফেরার সময় ভিসা জটিলতায় পড়েন রেহান। তবে সেই সমস্যার সমাধান হয়ে গেছে।
রাজকোটে ২০১৬ সালের সফরেও খেলেছিল ইংল্যান্ড। প্রচুর রানের ওই ম্যাচটি ড্র হয়েছিল। এবারও সেরকমের কিছুর আশায় আছে ইংল্যান্ড। দলটির অধিনায়ক বেন স্টোকস বুধবার বললেন, পিচ দেখে দুই পেসার খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা।
“আমি জানি, এটা অনেক দিন আগের কথা যখন আমরা এখানে খেলেছি। তবে উইকেট ভালোই মনে হচ্ছে। গতকাল আসলে ইংল্যান্ডের মতো মনে হচ্ছিল পিচ। আজকে কিছুটা ভিন্ন দেখাচ্ছে। (শুরুতে) আমরা নিশ্চিত ছিলাম না যে, কেমন দল করতে যাচ্ছি। তবে আজ আমরা বুঝতে পেরেছি যে, অবশ্যই দুই পেসার নিয়ে নামব।”
ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, রেহান আহমেদ, টম হার্টলি, জেমস অ্যান্ডারসন, মার্ক উড।