বিপিএলে ফিক্সিং বিষয়ে তদন্তের কাজে এন্টি করাপশন ইউনিটকে সহযোগিতার জন্য স্বতন্ত্র তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে বিসিবি।
Published : 01 Feb 2025, 07:30 PM
বিপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় এনামুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়েছে এন্টি করাপশন ইউনিট, এমন খবর ছড়িয়ে পড়ার পর তা উড়িয়ে দিল বিসিবি।
এক বিবৃতিতে শনিবার দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা জানিয়েছে, দুর্বার রাজশাহীর ব্যাটসম্যানের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপের কথা তাদের জানা নেই।
বিসিবি সূত্রের বরাত দিয়ে শনিবার সকালে দেশের একাধিক সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, স্পট ফিক্সিংয়ের অভিযোগ ওঠায় বিসিবির এন্টি করাপশন ইউনিটের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে, এনামুলকে যেন দেশ ছাড়তে না দেওয়া হয়।
এই বিষয়ে খোঁজ নেওয়া হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন) মেহেদী শাহরিয়ার বলেন, বিষয়টি তিনি জানেন না।
"আমার নলেজে এটা নেই। এরকম নিষেধাজ্ঞা থাকলে আমাদের জানার কথা।"
পরে সন্ধ্যায় বিবৃতি দিয়ে বিসিবিও জানিয়েছে, বিপিএলে স্পট ফিক্সিংয়ের কারণ এনামুলের দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়ে কিছু জানা নেই তাদের এবং ৩২ বছর বয়সী এই ক্রিকেটারের এমন কোনো নিষেধাজ্ঞার বার্তাও তাদের কাছে আসেনি।
এনামুরের পাশাপাশি আরও বেশ কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে ফিক্সিংয়ের সঙ্গে জড়িত থাকার সন্দেহে তদন্তের খবর ছড়িয়ে পড়েছে সংবাদমাধ্যমে। এই বিষয়ে নির্দিষ্ট করে কোনো ক্রিকেটারের নাম প্রকাশ করেনি বিসিবি।
বিবৃতিতে বলা হয়েছে, এন্টি করাপশন ইউনিটকে তদন্তের কাজে সহযোগিতার জন্য বিসিবির পক্ষ থেকেও একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হবে। সেই কমিটি কত সদস্যের হবে বা কাজের ধরন কী হবে, তা বিস্তারিত কিছু জানায়নি বিসিবি।