পাকিস্তানের আবদুল্লাহ শফিক ও শান মাসুদের আউটের মধ্য দিয়ে পুরুষদের টেস্টে কোনো দলের প্রথম দুই উইকেটই স্টাম্পিংয়ে পড়ার ঘটনা দেখা গেল প্রথমবার।
Published : 26 Dec 2022, 02:48 PM
অনন্য এক ঘটনার সাক্ষী হলো পাকিস্তান ও নিউ জিল্যান্ডের প্রথম টেস্ট। কোনো দলের প্রথম দুই উইকেটই স্টাম্পিংয়ে পড়ার ঘটনা পুরুষদের ১৪৫ বছরের টেস্ট ইতিহাসে দেখা গেল প্রথমবার।
প্রায় দুই যুগ পর পাকিস্তানে টেস্ট খেলতে নেমেই এই কীর্তিতে নাম লেখাল নিউ জিল্যান্ড। স্বাগতিকদের দুই টপ অর্ডার ব্যাটসম্যান আবদুল্লাহ শফিক ও শান মাসুদকে স্টাম্পিং করে অনন্য এই ঘটনার জন্ম দেন টম ব্লান্ডেল।
করাচিতে সোমবার শুরু হয় পাকিস্তান ও নিউ জিল্যান্ডের প্রথম টেস্ট। ২০০২ সালের পর এশিয়ার দেশটিতে প্রথম টেস্ট খেলতে নেমে কিউই অধিনায়ক টিম সাউদি চতুর্থ ওভারে আক্রমণে আনেন এজাজ প্যাটেলকে।
নিজের তৃতীয় বলেই দলকে সাফল্য এনে দেন বাঁহাতি এই স্পিনার। তাকে উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে ব্যাটে-বলে করতে পারেননি শফিক। অনায়াসে স্টাম্প ভেঙে দেন টম ব্লান্ডেল। ১৪ বলে ৭ রান করে বিদায় নেন শফিক।
মাসুদও ঠিক যেন সতীর্থের পথেই হাঁটেন। সপ্তম ওভারে অফ স্পিনার মাইকেল ব্রেসওয়েলের বল উইকেট ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে তিনিও হন স্টাম্পড। ফেরেন ১০ বলে ৩ রান করে।
আর এতেই এমন এক ঘটনার দেখা মেলে, যা আগে দেখেনি পুরুষদের টেস্ট ক্রিকেট।
পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়ে অবশ্য এ নিয়ে দ্বিতীয়বার দেখা গেল এমন ঘটনা। ১৯৭৬ সালে নারী টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম দুই উইকেট পড়েছিল স্টাম্পড হয়ে।