বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সম্ভাবনাময় পেসার হার্শিত রানাকে সুযোগ দিতে যাচ্ছে ভারত।
Published : 12 Oct 2024, 10:49 AM
সিরিজ জয় হয়ে গেছে প্রথম দুই ম্যাচেই। এবার নতুন বা নড়বড়ে যারা, তাদের বাজিয়ে দেখার পালা। হার্শিত রানার সুযোগ পাওয়ার সম্ভাবনা তাই প্রবল। সব ঠিক থাকলে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ভারতের একাদশে দেখা যাবে তরুণ সম্ভাবনাময় এই ফাস্ট বোলারকে।
গত আইপিএলে দুর্দান্ত পারফর্ম করে নজর কাড়েন হার্শিত। ১৩ ম্যাচে ১৯ উইকেট নিয়ে কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ে বড় অবদান রাখেন তিনি। টুর্নামেন্টের সবচেয়ে আলোচিত পারফরমারদের একজন ছিলেন তিনি। বিশেষ করে, শেষের ওভারগুলোর বোলিংয়ে নিজের দক্ষতা মেলে ধরেন দারুণভাবে।
সদ্যসমাপ্ত দুলিপ ট্রফিতে দুই ম্যাচ খেলে আট উইকেট শিকার করেন ২০ বছর বয়সী পেসার।
বাংলাদেশের বিপক্ষে চলতি সিরিজের প্রথম দুই ম্যাচে ভারতের একাদশে বিশেষজ্ঞ পেসার ছিলেন মায়াঙ্ক ইয়াদাভ ও আর্শদিপ সিং। তাদের কারও বদলে শনিবার হায়দরাবাদের ম্যাচে অভিষেক হবে হার্শিতের। ম্যাচের আগে সেই আভাস পরিষ্কার দিয়ে রাখলেন ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট।
“অবশ্যই আমাদের স্কোয়াডে গভীরতা অনেক। বেশ কয়েকজনের আইপিএল অভিজ্ঞতা প্রচুর। আমাদের চাওয়া থাকে, যত বেশি সম্ভব ক্রিকেটারকে আন্তর্জাতিক আঙিনায় যেন মেলে ধরতে পারি আমরা। হার্শিত রানা এমন একজন, যাকে সুযোগ দিতে আমরা খুবই আগ্রহী।”
সুযোগ প্রত্যাশীদের মধ্যে আছেন জিতেশ শার্মাও। ভারতের হয়ে ৯টি টি-টোয়েন্টি খেললেও সেভাবে জ্বলে উঠতে পারেননি তিনি। তাকে খেলানোর একটি জায়গাও খুঁজতে পারে ভারত। সেখানে সম্ভাব্য একটি উপায় হতে পারে সাঞ্জু স্যামসনকে বাদ দিয়ে তাকে সুযোগ দেওয়া।
প্রথম দুই ম্যাচে প্রত্যাশা সেভাবে পূরণ করতে পারেননি স্যামসন। তবে আইপিএলের সফল এই ব্যাটসম্যানকে আরেকটি সুযোগ দিতে চায় ভারতীয় ম্যানেজমেন্ট।
“জিতেশ আছে আমাদের, তবে সাঞ্জুকে আরেকটি সুযোগ দিতে চাই আমরা। অনেক কিছুই আমরা ভাবছি। বিকল্প আছে। পরিকল্পনা অবশ্যই ছিল আগে সিরিজটি জেতা। এরপর শেষ ম্যাচে নতুনদের পরখ করে দেখা।”
সিরিজের প্রথম দুই ম্যাচেই বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে ভারত। শেষ ম্যাচটি শুরু শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায়।