টি-টোয়েন্টি বিশ্বকাপ
শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের ম্যাচে একাধিক রেকর্ডে নাম তুলেছেন দক্ষিণ আফ্রিকার দুই পেসার আনরিক নরকিয়া ও ওটনিয়েল বার্টমান।
Published : 04 Jun 2024, 10:10 AM
টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির পূর্ণ সদস্য দুই দেশের প্রথম ম্যাচে দাপট দেখালেন বোলাররা। শ্রীলঙ্কাকে অল্পেই গুঁড়িয়ে জয় পেল দক্ষিণ আফ্রিকা। দলকে জিতিয়ে একাধিক রেকর্ডে নাম তুললেন দুই পেসার আনরিক নরকিয়া ও ওটনিয়েল বার্টমান।
নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার শ্রীলঙ্কাকে ৭৭ রানে গুটিয়ে দিয়ে ৬ উইকেটের জয় পায় প্রোটিয়ারা। নব নির্মিত স্টেডিয়ামের অসম গতির উইকেট ও ধীর আউটফিল্ডে ছড়ি ঘোরান দুই দলেরই বোলাররা। আর এতেই ওলটপালট হয় রেকর্ড বইয়ের অনেক পাতা।
একনজরে দেখে নেওয়া যাক সব রেকর্ড
৭৭
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার সর্বনিম্ন দলীয় স্কোর এটি। ২০১৬ সালে ভারতের বিপক্ষে ৮২ রান ছিল তাদের আগের সর্বনিম্ন।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সংস্করণে কোনো দলের সবচেয়ে কম রানে অল আউট হওয়ার রেকর্ডও এটি। এর আগে ২০১০ বিশ্বকাপে আফগানিস্তানকে ৮০ রানে গুটিয়ে দিয়েছিল প্রোটিয়ারা।
৭
৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট নেন নরকিয়া। বিশ্বকাপে ৪ ওভারের কোটা পূর্ণ করা বোলারদের মধ্যে সবচেয়ে মিতব্যয়ী বোলিং এটি।
এর আগে ৮ রান করে দেন তিনজন- আজান্থা মেন্ডিস (২০১২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে), মাহমুদউল্লাহ (২০১৪ সালে আফগানিস্তানের বিপক্ষে) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা (২০২২ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে)।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার কোনো বোলারের সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ডও নিজের করেছেন নরকিয়া।
৪/৭
টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কোনো বোলারের সেরা বোলিং। আগের রেকর্ডও ছিল নরকিয়ার। ২০২২ আসরে বাংলাদেশের বিপক্ষে ১০ রানে ৪ উইকেট।
৩
বিশ্বকাপে এ নিয়ে তৃতীয়বার ৪ বা তার বেশি উইকেট নিলেন নরকিয়া। এত দিন এই কীর্তি ছিল শুধু সাইদ আজমল ও সাকিব আল হাসানের।
২০
আরেক পেসার বার্টমান ৪ ওভারে এক মেইডেনসহ মাত্র ৯ রানে নেন ১ উইকেট। তার ২০টি বল থেকে কোনো রান নিতে পারেনি শ্রীলঙ্কা। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ম্যাচে কোনো বোলারের সর্বোচ্চ ডট বলের রেকর্ড এটি।
এর আগে ২০১০ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে কেমার রোচ ও ২০১২ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আজান্থা মেন্ডিসও ২০টি করে ডট বল করেন।
১
বিশ্বকাপে একই দলের দুই বোলারের পুরো ৪ ওভার বোলিং করেও দশ রানের কম দেওয়ার প্রথম ঘটনা এটি।
১১
বিশ্বকাপে এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলেছেন নরকিয়া। প্রতি ম্যাচে অন্তত একটি করে উইকেট পেয়েছেন তিনি। টুর্নামেন্টে টানা উইকেট পাওয়ার রেকর্ড এটি। টানা ১০ ম্যাচে উইকেট নিয়ে এত দিন রেকর্ডটি ছিল ভারতের সাবেক পেসার আশিষ নেহরার।
৪.৪২
দুই দল মিলে ওভারপ্রতি ৪.৪২ হারে রান করেছে ম্যাচে। টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্তত ১৫০ বল খেলা হওয়া ম্যাচগুলোর মধ্যে এটিই সবচেয়ে কম রান রেট। এর আগের ২৫২টি ম্যাচের কোনোটিতেই পাঁচের কম ছিল না রান রেট।
১২৭
ম্যাচের দুই দল মিলে ১২৭টি ডট বল খেলেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে এটিই রেকর্ড। একই দিন প্রথম ম্যাচে ওমান ও নামিবিয়া খেলে ১২৩ ডট বল। এছাড়া ২০০৭ সালে ভারত ও দক্ষিণ আফ্রিকা ম্যাচেও হয় ১২৭টি ডট বল।
এর মধ্যে শ্রীলঙ্কার ব্যাটসম্যানরাই খেলেন ৭২ ডট বল। টি-টোয়েন্টি বিশ্বকাপের রেকর্ড এটি। ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানও ৭২টি বলে কোনো রান নিতে পারেনি।