ব্যক্তিগত কারণে প্রথম দুই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ভিরাট কোহলি।
Published : 22 Jan 2024, 03:20 PM
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর তিন দিন আগে বড় এক ধাক্কা খেয়েছে ভারত। ব্যক্তিগত কারণে প্রথম দুই ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন তারকা ব্যাটসম্যান ভিরাট কোহলি।
ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআই সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে কোহলির সরে দাঁড়ানোর কথা জানায়। তার বদলি এখনও ঘোষণা করা হয়নি।
ভারতের সবশেষ টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন কোহলি। এরপর দেশের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তিনি খেলেননি ব্যক্তিগত কারণে। খেলেন শেষ দুই ম্যাচে। এই সিরিজ দিয়ে ১৪ মাস পর ভারতের হয়ে কুড়ি ওভারের ক্রিকেটে ফেরেন ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান।
চার নম্বরে কোহলি না থাকায় শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুলকে এক ধাপ করে ওপরে তুলে আনা হতে পারে। প্রথম দুই ম্যাচের জন্য আগে ঘোষিত ১৬ সদস্যের দলে রাহুলের সঙ্গে কিপার-ব্যাটসম্যান হিসেবে আছেন শ্রিকর ভারত ও অভিষেকের অপেক্ষায় থাকা ধ্রুব জুরেল। এই দুজনের কেউ হয়তো একাদশে সুযোগ পেতে পারেন।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী বৃহস্পতিবার, হায়দরাবাদে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এটি।
কোহলির আগে রোববার ইংল্যান্ডের ব্যাটসম্যান হ্যারি ব্রুক পুরো সিরিজ থেকেই নিজেকে সরিয়ে নেন ব্যক্তিগত কারণে।