ম্যাচের দ্বিতীয় বলে উইকেট নিলেন শাহিন শাহ আফ্রিদি, ম্যাচ সেখানেই শেষ হয়ে গেল বৃষ্টির কারণে।
Published : 18 Apr 2024, 11:58 PM
দীর্ঘ অপেক্ষার পর ওভার কমিয়ে শুরু হলো খেলা। ম্যাচের দ্বিতীয় বলে অসাধারণ এক ডেলিভারিতে উইকেট প্রাপ্তির আনন্দে মাতলেন শাহিন শাহ আফ্রিদি। ক্রিজে এলেন নতুন ব্যাটসম্যান। কিন্তু খেলা হতে পারল না আর একটি বলও! সব রোমাঞ্চে জল ঢেলে দিল বৃষ্টি।
পাকিস্তান ও নিউ জিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টিতে খেলা হতে পারল স্রেফ ২ বল। বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে গেল ম্যাচ।
রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হওয়ার কথা ছিল স্থানীয় সময় রাত সাড়ে আটটায়। বৃষ্টির কারণে টস হয় নির্ধারিত সময়ের আধা ঘন্টা দেরিতে। টস জিতে ব্যাটিং নেন নিউ জিল্যান্ড অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল।
টিম সাইফার্টের সঙ্গে নিউ জিল্যান্ডের হয়ে ব্যাটিং ইনিংস শুরু করতে নামেন অভিষিক্ত টিম রবিনসন। নতুন বল হাতে প্রস্তুত তখন পেসার আফ্রিদি। খেলা শুরু যখন স্রেফ সময়ের ব্যাপার, তখনই আরেক দফা বৃষ্টিতে ক্রিকেটারদের ছেড়ে যেতে হয় মাঠ।
লম্বা সময় পর সেই বৃষ্টি থামলে ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে ৫ ওভারে। আফ্রিদির প্রথম বলে লেগ বাই থেকে ২ রান নেন রবিনসন। পরের বলে দারুণ এক ইনসুইঙ্গারে বোল্ড হয়ে ফেরেন তরুণ এই ওপেনার। এরপরই আরেক দফা বৃষ্টির হানা এবং ম্যাচের সমাপ্তি।
পাকিস্তানের হয়ে এদিন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় টপ অর্ডার ব্যাটসম্যান উসমান খান ও মিডল অর্ডার ব্যাটসম্যান ইরফান খানের, ৬টি টেস্ট খেলা লেগ স্পিনার আবরার আহমেদ পান টি-টোয়েন্টি ক্যাপ। অবসর ভেঙে ফেরা অভিজ্ঞ পেসার মোহাম্মদ আমিরও জায়গা পেয়ে যান একাদশে।
চোট কাটিয়ে ফেরা অলরাউন্ডার ব্রেসওয়েলের নেতৃত্বে নিউ জিল্যান্ড এই সফরে এসেছে দ্বিতীয় সারির দল নিয়ে। আইপিএলে ব্যস্ততার কারণে দলে নেই তাদের প্রথম সারির ৯ ক্রিকেটার। চোট-বিশ্রাম-ছুটি মিলিয়ে নেই আরও ৫ জন।
আফ্রিদির টি-টোয়েন্টি অধিনায়কত্ব হারানো এবং বাবর আজম সাদা বলের নেতৃত্বে ফেরার পর পাকিস্তানের প্রথম ম্যাচ ছিল এটি।
আগামী শনিবার একই মাঠে হবে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয়টি।