জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডে দুই ইনিংসেই ফিফটি করলেন বরিশালের ইফতেখার হোসেন ও সালমান হোসেন।
Published : 19 Nov 2024, 05:23 PM
আশা জাগিয়েও সেঞ্চুরি করতে পারলেন না ইফতেখার হোসেন। পরে পঞ্চাশ ছুঁয়ে বেশি দূর যেতে পারলেন না সালমান হোসেনও। তবে ম্যাচে দুজনের জোড়া ফিফটিতে রংপুরের বিপক্ষে ড্র নিয়ে মাঠ ছাড়ল বরিশাল।
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার অমীমাংসিতভাবে শেষ হয়েছে রংপুর ও বরিশালের ম্যাচ। জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে চার দিন মিলিয়ে হয়েছে মাত্র তিন ইনিংস।
প্রথম ইনিংসে বরিশালের ৩৩৬ রানের জবাবে ৩২২ রানে গুটিয়ে যায় রংপুর। ১৪ রানের লিড পেয়ে দ্বিতীয়বার বরিশাল করে ৩৫৮ রান। ৩৭৩ রানের লক্ষ্যে শেষ দিন রংপুর ১০ ওভার ব্যাটিং করার পর ড্র মেনে নেয় দুই দল।
পাঁচ ম্যাচে দুই জয় ও দুই ড্রয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে উঠেছে রংপুর। সমান ম্যাচে দুই ড্রয়ে পাওয়া ৪ পয়েন্ট নিয়ে আট দলের মধ্যে সবার নিচে বরিশাল।
প্রথম ইনিংসে ৭০ রানের পর দ্বিতীয়বার ৮৭ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন তরুণ ওপেনার ইফতেখার। সব মিলিয়ে ৯ ইনিংসে ৫৪.৭৭ গড়ে ৪৯৩ রান নিয়ে ব্যাটসম্যানদের তালিকায় দুইয়ে উঠে গেছেন তিনি।
সালমানের ব্যাট থেকে দুই ইনিংসে এসেছে ৬৭ ও ৬৯ রান।
১ উইকেটে ১১৯ রান নিয়ে শেষ দিনের খেলা শুরু করে বরিশাল। ৬২.৩ ওভার খেলে বাকি ৯ উইকেটে আরও ২৩৯ রান যোগ করে তারা।
দ্বিতীয় উইকেটে আদিল বিন সিদ্দিককে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন ইফতেখার। আরিফুল হকের বলে এলবিডব্লিউ হয়ে থামে তার ১২ চারে ১৬১ বলের ইনিংস। পরে রানের খাতা খুলতে পারেননি ফজলে মাহমুদ। আদিল করেন ২৪ রান।
পঞ্চম উইকেটে সালমান ও তাসামুল হক মিলে যোগ করেন ৮৫ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৬তম ফিফটি ছুঁতে ৭৩ বল খেলেন সালমান। এরপর তাকে ফেরান মুকিদুল ইসলাম। ৪০ রান আসে তাসামুলের ব্যাট থেকে। শেষ দিকে মইন খান খেলেন ৩৫ রানের ইনিংস।
দ্বিতীয় ইনিংসে ১০ জন বোলার ব্যবহার করেন রংপুর অধিনায়ক আকবর আলি। তিনি নিজেও করেন ৮.১ ওভার। প্রথম শ্রেণির ক্যারিয়ারে তার প্রথম শিকার হন মইন। পরে তানভির ইসলামের উইকেটও নেন আকবর।
দিনের শেষ সেশনে ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট পড়তে দেননি রংপুরের দুই ওপেনার মিম মোসাদ্দেক ও চৌধুরি মোহাম্মদ রিজওয়ান।
সংক্ষিপ্ত স্কোর
বরিশাল ১ম ইনিংস: ৩৩৬
রংপুর ১ম ইনিংস: ৩২২
বরিশাল ২য় ইনিংস: ১০১.১ ওভারে ৩৫৮ (আগের দিন ১১৯/১) (ইফতেখার ৮৭, আদিল ২৪, ফজলে মাহমুদ ০, সালমান ৬৯, তাসামুল ৪০, সোহাগ ১৬, মইন ৩৫, তানভির ৯, রুয়েল ০, মহিউদ্দিন ০*; সাকলাইন ১২-২-৩৬-১, মুকিদুল ১৯-৩-৫৩-৩, আরিফুল ১০-১-৪১-১, মামুন ১৩-০-৫২-০, হাশিম ১.৩-০-২-০, তানবীর ৯.৩-০-৩৫-১, রিজওয়ান ৭-০-২৮-১, নাঈম ১৫-২-৪২-০, আকবর ৮.১-১-২২-২, নবিন ৬-০-৩২-১)
রংপুর ২য় ইনিংস: (লক্ষ্য ৩৭৩) ১০ ওভারে ২৪/০ (মিম ১০*, রিজওয়ান ১৪*; রুয়েল ১-১-০-০, তানভির ২-০-৬-০, ফজলে মাহমুদ ৪-০-৮-০, মইন ৩-০-১০-০)
ফল: ম্যাচ ড্র
ম্যান অব দা ম্যাচ: ইফতেখার হোসেন