টি-টোয়েন্টি বোলারদের তালিকায় দুই ধাপ করে এগিয়েছেন তারা।
Published : 14 May 2024, 05:27 PM
নারী ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে সুসংবাদ পেয়েছেন মারুফা আক্তার ও নাহিদা আক্তার। টি-টোয়েন্টি বোলারদের তালিকায় দুই ধাপ করে উন্নতি করেছেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার।
আইসিসির মঙ্গলবার প্রকাশিত র্যাঙ্কিংয়ে হালনাগাদে ৫৯৮ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি বোলারদের মধ্যে ২৭তম স্থানে আছেন মারুফা। সবশেষ ভারত সিরিজে ৪ ম্যাচ খেলা এই পেসার নিয়েছেন পাঁচ উইকেট।
বাঁহাতি স্পিনার নাহিদা এখন ৩১তম স্থানে। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের সবশেষটিতে গত বৃহস্পতিবার ২ উইকেট নিয়েছেন বাঁহাতি এই স্পিনার। বাংলাদেশের বোলারদের মধ্যে তালিকায় সবার ওপরে রাবেয়া খান। হোয়াইটওয়াশড হওয়া ওই সিরিজে ৮ উইকেট নেওয়া এই লেগ স্পিনার আগের মতোই অষ্টম স্থানে।
টি-টোয়েন্টি বোলারদের মধ্যে যথারীতি সবার ওপরে ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে অস্ট্রেলিয়ার বেথ মুনি।
বাংলাদেশের ব্যাটারদের কেবল অবনতি হয়েছে। দুই ধাপ পিছিয়ে ১৭ নম্বরে অধিনায়ক নিগার সুলতানা। ৫ ধাপ নিচে নেমে ৫৩তম স্থানে মুর্শিদা খাতুন। শামীমা সুলতানা ও ফারজানা হক পিছিয়েছেন তিন ধাপ করে, আছেন যথাক্রমে ৭৬ ও ৭৭তম স্থানে।
এই তালিকায় সবচেয়ে বড় লাফ দিয়েছেন ভারতের দায়ালান হেমালাথা। বাংলাদেশ সিরিজে ১০৯ রান করা এই ব্যাটার উন্নতি করেছেন ২৯৮ ধাপ! আছেন এখন ৭৮ নম্বরে। এছাড়া তিন ধাপ এগিয়ে ত্রয়োদশ স্থানে হারমানপ্রিত কৌর।
মেয়েদের টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস। এপ্রিল মাসের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি।