ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড সিরিজ
আগেই সিরিজ জয় নিশ্চিত করা ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার বললেন, এই সিরিজ থেকে পেয়েছেন প্রায় সবকিছুই।
Published : 18 Nov 2024, 08:58 AM
সিরিজের উত্তেজনা ছিল না, তবে ক্রিকেটীয় রোমাঞ্চের অপেক্ষা ছিল। সেই নাটকীয়তা জমতেই দিল না বেরসিক বৃষ্টি। খেলা হলো মোটে পাঁচ ওভার। ভালো শুরু করেও থামতে হলো ওয়েস্ট ইন্ডিজকে। ইংল্যান্ডের অবশ্য তাতে আপত্তি-আক্ষেপ খুব বেশি থাকার কথা নয়। সিরিজ জয় তারা নিশ্চিত করে ফেলেছে তো আগেই। ইংলিশ অধিনায়ক জস বাটলার দারুণ খুশি সিরিজ থেকে সামগ্রিক প্রাপ্তিতে।
পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি পরিত্যক্ত হলো বৃষ্টিতে। বাংলাদেশ সময় সোমবার ভোরে খেলা শেষ হওয়ার আগে ৫ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৪ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ২০ বলে ২৯ রানে অপরাজিত ছিলেন তখন এভিন লুইস, ১০ বলে ১৪ রানে শেই হোপ।
প্রথম তিন ম্যাচ জিতেই সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছিল ইংল্যান্ড। চতুর্থ ম্যাচে ২১৯ রান তাড়ায় জিতে ব্যবধান একটু কমায় ক্যারিবিয়ানরা। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানেই সিরিজ জিতল ইংলিশরা।
সিরিজজুড়ে পাওয়ার প্লেতে দুর্দান্ত বোলিং করা সাকিব মাহমুদকে শেষ ম্যাচে বিশ্রামে রেখেছিল ইংল্যান্ড। চার ম্যাচে পাওয়ারপ্লেতে ৮টি ও মোট ৯ উইকেট নিয়ে সিরিজ-সেরা এই পেসারই। নিজের পারফরম্যান্সে উচ্ছ্বসিত ২৭ বছর বয়সী পেসার।
“বোলিং গ্রুপ হিসেবে আমরা আলোচনা করেছি উইকেট শিকারের মানসিকতা নিয়ে খেলতে। পুরস্কার পেয়ে ভালো লাগছে। ইংল্যান্ড দলে ফিরতে পারা ও পারফর্ম করতে পারা দারুণ সন্তুষ্টির।”
সাকিবের বোলিং তো বটেই, এই সিরিজে ইংল্যান্ডের বড় প্রাপ্তি তরুণ অলরাউন্ডার জ্যাকব বেথেলের পারফরম্যান্স। প্রথম ম্যাচে ও চতুর্থ ম্যাচে দুর্দান্ত দুটি ফিফটি উপহার দিয়েছেন ২১ বছর বয়সী প্রতিভাবান ক্রিকেটার। ফিল্ডিংয়ে তো এখনই তাকে মনে করা হচ্ছে বিশ্বের সেরাদের একজন।
এছাড়াও প্রথম ম্যাচে বিধ্বংসী সেঞ্চুরির পর চতুর্থ ম্যাচ ফিফটি করেছেন ফিল সল্ট, চোট কাটিয়ে ফিরে দ্বিতীয় ম্যাচেই দলকে জেতানো ইনিংস খেলেছেন জস বাটলার, সিরিজজুড়ে দারুণ ব্যাটিং করেছেন স্যাম কারান, চোটের পর বোলিংয়ে ফিরেছেন অলরাউন্ডার জেমি ওভারটন, এরকম অনেক প্রাপ্তি ইংল্যান্ডের। সব মিলিয়ে এর চেয়ে বেশি পাওয়ার আর কিছু দেখছেন না অধিনায়ক বাটলার।
“(সিরিজ জিতে) উচ্ছ্বসিত আমরা… সিরিজের শুরুটা আমরা দুর্দান্ত করেছি। পাওয়ার প্লেতে উইকেট নিয়েছি, সাকিব সুর বেঁধে দিয়েছে, সিরিজজুড়ে অনেকে অবদান রেখেছে, সবার জন্যই সন্তুষ্ট আমি।”
“যা পেতে চেয়েছি, সবই পেয়েছি (সিরিজ থেকে)। সবচেয়ে বড় কথা, জয়ের অভ্যাসটা ফিরে পেয়েছি আমরা।”
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল ইংল্যান্ডকে প্রাপ্য কৃতিত্ব দেওয়ার পাশাপাশি তুলে ধরলেন নিজেদের ঘাটতিও।
“আমাদের জন্য কঠিন সিরিজ। জস ও তার দলের অনেক কৃতিত্ব প্রাপ্য। আমরা বিচ্ছিন্নভাবে ভালো ক্রিকেট খেলেছি, কিন্তু লম্বা সময় তা ধরে রাখতে পারিনি। কী হচ্ছে, এটা বুঝে উঠতেই তিন ম্যাচ চলে গেছে আমাদের।”
“বোলিং গ্রুপ হিসেবে কিছু জায়গায় আরও ধারাল হতে হবে আমাদের। ক্যারিবিয়ানের অনেক ক্রিকেটার আমরা বিভিন্ন লিগে খেলে বেড়াই। কিন্তু যোগাযোগটা ঠিক রাখতে হবে আমাদের এবং খেলতে প্রস্তুত থাকতে হবে। তবে আবারও বলছি, জস ও তার দলের অনেক কৃতিত্বই প্রাপ্য।”
ওয়েস্ট ইন্ডিজ এখন বাংলাদেশের বিপক্ষে খেলবে দুই ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ইংল্যান্ড যাবে নিউ জিল্যান্ডে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে।