রেকর্ডময় ইনিংসের পথে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেছেন জো রুট, ইংল্যান্ডের রেকর্ড ছুঁতে প্রয়োজন স্রেফ আর একটি দ্বিশতক।
Published : 10 Oct 2024, 12:02 PM
রেকর্ডময় ইনিংসের পথচলায় আরেকটি মাইলফলকে পা রাখলেন জো রুট। পৌঁছে গেলেন তিনি আরও একটি রেকর্ডের কাছে। ইংল্যান্ডের সফলতম টেস্ট ব্যাটসম্যান উপহার দিলেন দারুণ এক ডাবল সেঞ্চুরি।
পাকিস্তানের বিপক্ষে মুলতান টেস্টের চতুর্থ দিন সকালে ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন রুট। তার গৌরবময় ক্যারিয়ারের ষষ্ঠ ডাবল সেঞ্চুরি এটি।
ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি দ্বিশতকের রেকর্ডে তিনি এককভাবে উঠে গেলেন দুইয়ে। পাঁচটি ডাবল সেঞ্চুরি করা অ্যালেস্টার কুক নেমে গেলেন তিনে।
রুটের ঠিক ওপরে এখন ওয়ালি হ্যামন্ড। ইংল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন এই কিংবদন্তি ৮৫ টেস্টের ক্যারিয়ারে ডাবল সেঞ্চুরি করেছেন ৭টি।
রুটের ষষ্ঠ ডাবল সেঞ্চুরি এলো ১৪৭তম টেস্টে। কুক পাঁচ ডাবল সেঞ্চুরি করেছেন ১৬১ টেস্টে।
চারটি ডাবল সেঞ্চুরি করেছেন আরেক ইংলিশ কিংবদন্তি লেন হাটন।
মুলতান টেস্টের তৃতীয় দিনে কুককে পেরিয়ে ইংল্যান্ডের ইতিহাসে রানের তালিকায় সবার ওপরে নিজেকে নিয়ে যান রুট। পরে ৩৫তম টেস্ট সেঞ্চুরিটাও আসে তার ব্যাট থেকে। অবিচল পথচলায় দিন শেষ করেন তিনি ১৭৬ রান নিয়ে।
চতুর্থ দিনে বৃহস্পতিবার পাকিস্তানকে বড় একটি সুযোগ দিয়েছিলেন তিনি ১৮৬ রানে। কিন্তু নাসিম শাহর বলে শর্ট মিড উইকেটে সহজ ক্যাচটি অবিশ্বাস্যভাবে নিতে পারেননি বাবর আজম।
সড়কের মতো উইকেটে এমন সুযোগ হারানোর খেসারত তো দিতেই হয়। পরের বলেই নান্দনিক এক কাভার ড্রাইভে চার মারেন রুট। একটু পর পৌঁছে যান দুইশর ঠিকানায়।
৩০৫ বলে আসে তার ডাবল সেঞ্চুরি। ইনিংসে চার মাত্র ১৪টি, ছক্কা নেই। দৌড়ে নিয়েছেন তাই প্রচুর রান।
পাকিস্তানের বিপক্ষে তার দ্বিতীয় ডাবল সেঞ্চুরি এটি। ক্যারিয়ারের সেরা ২৫৪ রানের ইনিংসটি পাকিস্তানের বিপক্ষেই খেলেছিলেন ২০১৬ সালে ওল্ড ট্র্যাফোর্ডে।
ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড ছুঁতে অবশ্য এখনও অনেক পথ পাড়ি দিতে হবে রুটকে। ১২টি দ্বিশতকের সবার ধরাছোঁয়ার বাইরে স্যার ডন ব্র্যাডম্যান। তাকে ছোঁয়ার সম্ভাবনা জাগিয়ে ১১ দ্বিশতকে ক্যারিয়ার শেষ করেছেন কুমার সাঙ্গাকারা।
৯টি ডাবল সেঞ্চুরি করেছেন ব্রায়ান লারা। হ্যামন্ডের মতো ৭বার করে দুইশ ছুঁয়েছেন ভিরাট কোহলি ও মাহেলা জায়াওয়ার্দেনে।