সপ্তম উইকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বড় বন্ধন গড়লেন এই দুজন।
Published : 24 Aug 2024, 04:48 PM
অনেকগুলো ব্যক্তিগত মাইলফলক ছোঁয়ার দিনে জুটির একটি রেকর্ডও গড়লেন মুশফিকুর রহিম। সেখানে তার সঙ্গী মেহেদী হাসান মিরাজ। দুজনে মিলে উপহার দিলেন সপ্তম উইকেটে বাংলাদেশের সেরা জুটি।
পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনে শনিবার এই কীর্তি গড়েন দুজন।
সপ্তম উইকেটে বাংলাদেশকে প্রথমবার দেড়শ রানের জুটি উপহার দিয়েছেন এই দুজন। জুটি এগিয়ে যাচ্ছে দুইশর দিকে।
১৪ বছর আগের রেকর্ড ভেঙেছেন মুশফিক ও মিরাজ। ২০১০ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে ১৪৫ রানের জুটি গড়েছিলেন মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসান। মুশফিক ও মিরাজ এবার তাদেরকে ছাড়িয়ে যান চতুর্থ দিনের চা বিরতির একটু আগে।
২০২১ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে লিটন কুমার দাস ও মাহমুদউল্লাহর ১৩৮ রানের জুটি এখন নেমে গেছে তালিকার দুইয়ে।
সপ্তম উইকেট জুটির বিশ্বরেকর্ড অবশ্য অনেক অনেক দূরে। সেই ১৯৫৫ সালে গড়া রেকর্ড টিকে আছে এখনও। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিজটাউনে ৩৪৭ রানের জুটি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ডেনিস অ্যাটকিনসন ও ক্লেয়ারমন্তে দেপেইয়াজা।