ইংল্যান্ডের হয়ে ২০ টেস্ট খেলেছেন পেসার অলিভার রবিনসন, এবার সুযোগ পেলেন কিপার অলিভার রবিনসন।
Published : 28 Nov 2024, 09:06 AM
জর্ডান কক্সের বদলি হিসেবে অবশেষে একজনকে দলে যোগ করছে ইংল্যান্ড। চলতি ক্রাইস্টচার্চ টেস্টের মাঝপথেই দলের সঙ্গে যোগ দিচ্ছেন অলিভার রবিনসন।
পুরোপুরি চিনে না থাকলে অবশ্য নামটা দেখে কৌতূহল জাগতে পারে অনেকের। কিপার-ব্যাটসম্যানের বদলি হিসেবে কেন নেওয়া হচ্ছে একজন পেসারকে! ইংল্যান্ডের হয়েই এর মধ্যেই ২০ টেস্ট খেলেছেন অলিভার রবিসন।
তবে এই রবিনসন পেসার নন। নাম একই হলেও তিনি আলাদা। কক্সের বদলে সুযোগ পাওয়া রবিসন কিপার-ব্যাটসম্যানই। ইংল্যান্ড দলে তিনি ডাক পেলেন প্রথমবার। পেসার রবিনসন ২০ টেস্ট খেলে উইকেট নিয়েছেন ৭৬টি। সবশেষ খেলেছেন তিনি এই বছরের শুরুতে ভারত সফরে। চলতি সিরিজের স্কোয়াডে তার জায়গা হয়নি।
অদ্ভুতভাবে, দুজনের মিল শুধু নামেই শেষ নয়। দুজনেরই জন্ম কেন্টে, দুজনের জন্মদিন ১ ডিসেম্বর!
বয়সের পার্থক্য অবশ্য আছে। তিন দিন পর ২৬ বছর পূর্ণ হবে কিপার রবিনসনের, ৩১ হবে পেসার রবিনসনের। দুজনের মাঝের নামও আলাদা। কিপারের পুরো নাম অলিভার জর্জ রবিনসন, পেসারের নাম অলিভার এডওয়ার্ড রবিনসন।
কিপার রবিনসনকে বলা যায় ইংল্যান্ডের তৃতীয় পছন্দের কিপার। নিয়মিত কিপার জেমি স্মিথ এই সফরে যাননি সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য। তার বদলে সুযোগ পান জর্ডান কক্স। কিন্তু টেস্টের আগে অনুশীলনে আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে পড়েন তিনিও।
প্রথম টেস্টের আগে কাউকে যোগ করার সময় আর ছিল না। বৃহস্পতিবার শুরু হওয়া ক্রাইস্টচার্চ টেস্টে কিপিং করছেন অলিভার পোপ। কিপিংয়ের জন্য নিজের সহজাত ব্যাটিং পজিশন তিন নম্বর থেকে নেমে ছয়ে ব্যাট করবেন তিনি।
শনিবার নিউ জিল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন রবিনসন। দ্বিতীয় টেস্ট থেকে বিবেচনায় থাকবেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৮ ম্যাচ খেলে ৯ সেঞ্চুরিতে তার রান ৩৭.২৬ গড়ে ৪ হাজার ১৭৪। মূলত কেন্ট থেকে ডারহামে পাড়ি জমানোর পর নিজেকে নতুন করে মেলে ধরেছেন তিনি। ডারহামের হয়ে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৫৩ গড়ে প্রায় ২ হাজার রান করেছেন তিনি, স্ট্রাইক রেট ৮৬.২২!