বাবরকে টপকে দুইয়ে স্মিথ

টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে ফিরেছেন নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2023, 11:28 AM
Updated : 5 Jan 2023, 11:28 AM

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মেলবোর্ন টেস্টের পারফরম্যান্সে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে স্টিভেন স্মিথের। পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে পেছনে ফেলে ব্যাটসম্যানদের তালিকায় দুই নম্বরে উঠেছেন তিনি। শীর্ষ পাঁচে ফিরেছেন নিউ জিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন।

মেলবোর্নে গত মাসে অস্ট্রেলিয়ার ইনিংস ও ১৮২ রানে জয়ী ম্যাচে একমাত্র ইনিংসে ৮৫ রান করেন স্মিথ। র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন তিনি এক ধাপ। দুইয়ে থাকা বাবরের সঙ্গে তার ব্যবধান অবশ্য স্রেফ ১ পয়েন্টের।

করাচিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ১৬১ ও ১৪ রান করে ৭ রেটিং পয়েন্ট অর্জন করেছেন বাবর। আইসিসির বুধবার প্রকাশিত র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ক্যারিয়ার সেরা ৮৮২ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে নেমে গেছেন তিনি।

ওই টেস্টে অপরাজিত ডাবল সেঞ্চুরির সুবাদে দুই ধাপ এগিয়ে পাঁচে আছেন উইলিয়ামসন। এক ধাপ এগিয়ে দশম স্থানে আছেন তার সতীর্থ ড্যারিল মিচেল। সাত ধাপ এগিয়ে ২০তম স্থানে আছেন টম ল্যাথাম, ১১ ধাপ এগিয়ে ২৪তম ডেভন কনওয়ে।

মেলবোর্নে ডাবল সেঞ্চুরি করে ম্যাচ সেরা হওয়া ডেভিড ওয়ার্নার ১৭ ধাপ এগিয়ে ১৪তম স্থানে আছেন। ওই ম্যাচের সেঞ্চুরিয়ান আলেক্স কেয়ারি ১৯ ধাপ এগিয়ে আছেন ২৮তম স্থানে।

ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছে যথারীতি অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন। বোলারদের তালিকায় আগের মতো চূড়ায় লাবুশেনের সতীর্থ প্যাট কামিন্স, অলরাউন্ডাদের তালিকায় ভারতের রবীন্দ্র জাদেজা।

মুম্বাইয়ে গত মঙ্গলবার ভারত-শ্রীলঙ্কার প্রথম টি-টোয়েন্টির পারফরম্যান্সের প্রতিফলনও পড়েছে র‍্যাঙ্কিংয়ে। ২৩ বলে অপরাজিত ৪১ রানের ঝড়ো ইনিংসের সৌজন্যে ব্যাটসম্যানদের তালিকায় ৪০ ধাপ এগিয়ে ৯৭তম স্থানে আছেন ভারতের দিপক হুডা। তার সতীর্থ ইশান কিষান ১০ ধাপ এগিয়ে ২৩তম, হার্দিক পান্ডিয়া ৯ ধাপ এগিয়ে ৭৬তম স্থানে আছেন।

এখানে আগের মতো শীর্ষে আছেন ভারতের সূর্যকুমার যাদব, আর বোলারদের তালিকায় শ্রীলঙ্কার ভানিন্দু হাসারাঙ্গা। এই লেগ স্পিনিং অলরাউন্ডার দুই ধাপ এগিয়ে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে পাঁচে উঠেছেন। চূড়ায় আছেন সাকিব আল হাসান।