অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে ইংল্যান্ডের ওয়ানডে দলে ডাক পেয়েছেন লিয়াম লিভিংস্টোন।
Published : 15 Sep 2024, 08:53 PM
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে জস বাটলারকে পাওয়া নিয়ে শঙ্কা ছিল আগে থেকে। শেষ পর্যন্ত ছিটকেই গেলেন ইংল্যান্ড অধিনায়ক। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক।
পাঁচ ওয়ানডের সিরিজে বাটলারকে না পাওয়ার কথা রোববার নিশ্চিত করে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজেও খেলছেন না এই কিপার-ব্যাটসম্যান। তিন ম্যাচের লড়াইয়ে ইংলিশদের নেতৃত্ব দিচ্ছেন ফিল সল্ট।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে বাটলার সবশেষ খেলেন গত জুনে, টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে হারা সেমি-ফাইনালে। পরের মাসেই দা হান্ড্রেড-এর জন্য প্রস্তুতির সময় পেশিতে চোট পান তিনি। ভাইটালিটি ব্লাস্টের কোয়ার্টার-ফাইনালে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলার সম্ভাবনা জাগলেও শেষ পর্যন্ত চোট তাকে সেই সুযোগ দেয়নি। চোট সমস্যা আরও বেড়ে যাওয়ায় গ্রীষ্মের বাকি অংশ থেকে ছিটকে গেলেন বিধ্বংসী ব্যাটসম্যান।
বাটলারের চোট অবশ্য লিয়াম লিভিংস্টোনের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত খেলে এই অলরাউন্ডার জায়গা করে নিলেন ওয়ানডে দলেও। ৯ মাস পর এই সংস্করণে দেশের প্রতিনিধিত্ব করার হাতছানি তার সামনে।
হেরে যাওয়া প্রথম টি-টোয়েন্টিতে ৩৭ রান করার পাশাপাশি ৩ উইকেট নেন লিভিংস্টোন। দ্বিতীয় ম্যাচে দলের জয়ের নায়ক তিনি। লেগ স্পিনে ২ উইকেট নেওয়ার পর রান তাড়ায় খেলেন তিনি ৮৭ রানের চমৎকার ইনিংস। তিন ম্যাচের সিরিজটি এখন ১-১ সমতায়। সিরিজ নির্ধারণী ম্যাচ রোববার।
শ্রীলঙ্কার বিপক্ষে ওভালে অভিষেক টেস্টে পেশিতে চোট পেয়ে ছিটকে গেছেন জশ হালও। এই পেসারকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে রেখেছিল ইংল্যান্ড।
প্রথমবারের মতো ইংল্যান্ডকে নেতৃত্ব দিতে যাচ্ছেন ব্রুক। অধিনায়ক হিসেবে তাকে অনেক দিন ধরেই গড়ছিল দলটি। ২০১৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইংলিশদের নেতৃত্ব দেন ব্রুক। ২০২২ সালে টি-টোয়েন্টি ব্লাস্টে চারটি ম্যাচে ইয়র্কশায়ারের অধিনায়কত্ব করেন তিনি।
চলতি বছরের দা হান্ড্রেড-এ নর্দার্ন সুপারচার্জার্সের অধিনায়ক ছিলেন ব্রুক। শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা টেস্ট সিরিজে অলি পোপের সহ-অধিনায়ক ছিলেন তিনি। ওই সিরিজে চোটের কারণে বেন স্টোকস বাইরে থাকায় নেতৃত্ব দেন পোপ।
ব্রুকের নেতৃত্বের পরীক্ষা শুরু আগামী বৃহস্পতিবার, সেদিন প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। সিরিজের বাকি চার ম্যাচ ২১, ২৪, ২৭ ও ২৯ সেপ্টেম্বর।
ইংল্যান্ড ওয়ানডে দল: হ্যারি ব্রুক (অধিনায়ক), জফ্রা আর্চার, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জর্ডান কক্স, বেন ডাকেট, উইল জ্যাকস, লিয়াম লিভিংস্টোন, ম্যাথু পটস, আদিল রাশিদ, ফিল সল্ট, জেমি স্মিথ, অলি স্টোন, রিস টপলি, জন টার্নার।