পাকিস্তান-ইংল্যান্ড
তীব্র জ্বর ও শরীর ব্যথায় ইংল্যান্ডের বিপক্ষে মুলতান টেস্টের চতুর্থ দিন মাঠে নামতে পারেননি পাকিস্তানের এই লেগ স্পিনার।
Published : 10 Oct 2024, 07:11 PM
হুট করেই অসুস্থ হয়ে পড়েছেন আবরার আহমেদ। ইংল্যান্ডের বিপক্ষে মুলতান টেস্টের চতুর্থ দিন মাঠেই নামতে পারেননি পাকিস্তানের এই লেগ স্পিনার। স্থানীয় একটি হাসপাতালে চলছে তার চিকিৎসা।
মুলতানে আগের দিন ৩১ ওভার বোলিং করা আবরার বৃহস্পতিবার সকালে শরীরে ব্যথা অনুভব করেন, এ সময়ে তীব্র জ্বরও ছিল তার। এরপর এদিন আর মাঠেই নামেননি তিনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিবৃতিতে বলা হয়েছে, বেশ কিছু পরীক্ষা করানো হয়েছে আবরারের। সেসবের ফলাফল এলে তার শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হবে।
ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৫৬ রান করা পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ধুঁকছে। ৬ উইকেটে ১৫২ রান করে দিন শেষ করেছে তারা। ৭ উইকেটে ৮২৩ রান করে ইনিংস ঘোষণা করা ইংল্যান্ডের চেয়ে এখনও ১১৫ রানে পিছিয়ে স্বাগতিকরা।
আবরার সেরে না উঠলে আর ৩ উইকেট নিলেই দারুণ এক জয়ের স্বাদ পাবে ইংলিশরা।
ম্যাচটিতে বল হাতে সময় একদমই ভালো কাটেনি আবরারের। প্রথম ইনিংসে ওভারপ্রতি ৪.৯৭ করে রান দেন তিনি। ৩৫ ওভারে খরচ করেন ১৭৪ রান, পাননি কোনো উইকেট।
ইংল্যান্ডের বিপক্ষে ২০২২ সালে এই মুলতানেই টেস্ট অভিষেক হয় আবরারের। সেই ম্যাচে অবশ্য বল হাতে দুর্দান্ত ছিলেন তিনি। প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। দ্বিতীয় ইনিংসে ধরেন আরও ৪ শিকার।
পাকিস্তানের হয়ে অষ্টম টেস্ট খেলতে নামা আবরার এখন পর্যন্ত নিয়েছেন ৩৯ উইকেট। ইনিংসে ৪ উইকেট পেয়েছেন চারবার, আর ৫ শিকার ধরেছেন দুইবার। ম্যাচে ১০ উইকেটের স্বাদ পেয়েছেন একবার।