২০১৮ সালে সিলেটে বাংলাদেশকে ১৫১ রানে হারিয়েছিল জিম্বাবুয়ে, এবার দুই দিন শেষে লড়াই জমে উঠলেও জয়ের বড় সুযোগ দেখছে সফরকারী দলটি।
Published : 21 Apr 2025, 08:09 PM
বাংলাদেশের বিপক্ষে সবশেষ আট টেস্টে জিম্বাবুয়ের জয় মাত্র একটি। সেই জয়টি ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক টেস্ট। প্রায় সাত বছর পর আবার এই মাঠে ফিরে প্রথম ইনিংসে উল্লেখযোগ্য লিডও পেয়েছে তারা। ম্যাচের বাকি তিন দিনে তাই আরেকবার এই মাঠে জয়ের বড় সম্ভাবনা দেখছেন দলটির ওপেনার ব্রায়ান বেনেট।
প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ৮২ রানের লিড পাওয়ায় অবদান ছিল বেনেটেরও। বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে দেওয়ার পর ওপেনিংয়ে নেমে পাল্টা আক্রমণ করেন এই ওপেনার। ইতিবাচক ব্যাটিংয়ে ৬৪ বলে ৫৭ রানের ইনিংসে ভিতটা গড়ে দেন ২১ বছর বয়সী ব্যাটসম্যান।
পরে শন উইলিয়ামসের ৫৯ রানের সঙ্গে নিয়াশা মায়াভো ও রিচার্ড এনগারাভার কার্যকর দুটি ইনিংসে ৮২ রানের লিড পেয়ে যায় সফরকারীরা।
দিনের শেষ দিকে সাদমান ইসলামকে ফিরিয়ে বাংলাদেশের উদ্বোধনী জুটিও ভেঙে দিয়েছে তারা। ৯ উইকেট বাকি রেখে ২৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শুরু করবে স্বাগতিকরা।
সোমবারের খেলা শেষে সংবাদ সম্মেলনে বেনেট বললেন, সাদমান ইসলামের উইকেটটি নিয়ে কিছুটা এগিয়ে আছেন তারা।
"গত দিন বাংলাদেশকে ১৯১ রানে অলআউট করে শেষ দিকের ব্যাটিং পারফরম্যান্সের পর, আমার মনে হচ্ছে ম্যাচটি এখন ভারসাম্যপূর্ণ অবস্থায় আছে। আমার মতে, আজকে শেষ দিকে উইকেটটি নিয়ে আমরা কিছুটা এগিয়ে আছি।"
"কালকের দিনটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। সকালে তাদের ওপর চড়াও হতে হবে। আশা করি, চতুর্থ ইনিংসে ওরা খুব বড় লিড পেয়ে যাবে না।"
প্রথম ইনিংসে বোলারদের সম্মিলিত পারফরম্যান্সে বাংলাদেশকে দুইশ রানও করতে দেয়নি জিম্বাবুয়ে। বেনেটের আশা, দ্বিতীয় বারেও একই সাফল্যের পুনরাবৃত্তি ঘটাবেন ব্লেসিং মুজারাবানি, ভিক্টর নিয়াউচিরা।
"আমি মনে করি, ম্যাচটি জেতার দারুণ সুযোগ আছে আমাদের। এখনও ২০-৩০ (আসলে ২৫) রানে এগিয়ে আছি। আজকে রাতে আমাদের বোলাররা বিশ্রাম পাবে, কালকে সকালে তারা আরও উদ্যম নিয়ে নামবে। কেউ জানি না, কী হতে পারে। এখনও ম্যাচে অনেক সময় বাকি। আমরা আগামীকাল সেরাটা দেব।"
২০১৮ সালে সিলেটের অভিষেক টেস্টে বাংলাদেশকে ১৫১ রানে হারিয়েছিল জিম্বাবুয়ে। সেটি এখন পর্যন্ত বাংলাদেশের বিপক্ষে তাদের সবশেষ জয়। ওই ম্যাচের একাদশে ছিলেন না বেনেটসহ এই ম্যাচের ৯ ক্রিকেটার।
ম্যাচটি না খেললেও সুখস্মৃতি থেকে প্রেরণা নিয়ে আবারও সিলেট জয়ের আশা বেনেটের।
"বাংলাদেশে এসে আমরা ম্যাচ জিতে যাব, এমনটা নিয়মিত হয় না। আজকের মতো দাপুটে অবস্থানে থাকায় আমাদের মনে হচ্ছে (জেতার) খুব ভালো সুযোগ আছে। পুরো দলকে সমর্থন দিয়ে যেতে হবে। ম্যাচে অনেক সময় বাকি। আমরা সেটি কাজে লাগাতে পারব।"