বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারের পর দ্রুত সময়ে পাকিস্তান ক্রিকেটের ঘুরে দাঁড়ানোর বাস্তবিক সম্ভাবনা দেখছেন না দেশটির সাবেক অধিনায়ক ও সাবেক বোর্ড প্রধান রামিজ রাজা।
Published : 04 Sep 2024, 08:08 PM
ঘরের মাঠে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশড হওয়া পাকিস্তানের পরের প্রতিপক্ষ ইংল্যান্ড। মাঝে সময় মোটে এক মাস। এই অল্প সময়ে পাকিস্তান ক্রিকেটের ঘুরে দাঁড়াতে অলৌকিক কিছুর প্রয়োজন বলে মনে করেন দেশটির সাবেক অধিনায়ক রামিজ রাজা।
তিন ম্যাচের সিরিজ খেলতে আগামী মাসে পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের এই ম্যাচগুলোতে ভালো করার জন্য পাকিস্তানকে দ্রুতই কৌশল পরিবর্তনের পরামর্শ দিয়েছেন রামিজ। শান মাসুদের অধিনায়কত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক পিসিবি প্রধান।
২০২১ সালের ফেব্রুয়ারির পর নিজেদের দেশে আর টেস্ট জেতেনি পাকিস্তান। বাংলাদেশ সিরিজসহ এই সময়ে ১০ ম্যাচের ৬টি হেরেছে তারা। ড্র হয়েছে বাকি ৪টি। আগের ব্যর্থতার ধারাবাহিকতায় এবার বাংলাদেশের বিপক্ষে হোয়াইটওয়াশড হওয়ার পর ক্ষোভে ফুঁসছেন সাবেক ক্রিকেটাররা।
নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া ভিডিওবার্তায় পাকিস্তান ক্রিকেটের সামনের দিন নিয়েও শঙ্কা প্রকাশ করেন রামিজ।
“তিন বিভাগেই বাংলাদেশ দুর্দান্ত খেলেছে এবং পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে ছিল। আমি বরং পাকিস্তানকে ধন্যবাদ দিতে চাই রেকর্ড পরাজয়ের জন্য। জানি না, পাকিস্তান ক্রিকেট কীভাবে ঘুরে দাঁড়াবে।”
“বর্তমান পরিস্থিতিতে অলৌকিক কিছুই (পাকিস্তান দলকে) সাহায্য করতে পারে। যেহেতু তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড দল কিছু দিনের মধ্যেই আসছে। আরেকটি বিপর্যয় সহ্য করতে পারবে না পাকিস্তান।”
এসময় মাসুদের অধিনায়কত্ব ও পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তোলেন রামিজ।
“শান মাসুদকে জবাব দিতে হবে কারণ সে দলকে নেতৃত্ব দিচ্ছে। একজন নেতার কাজ নিজ দলের হয়ে ম্যাচ জেতা। শান মাসুদ অনেক জায়গায় ভুল করেছে।”
“আমি মানছি যে শান মাসুদ এখনও নতুন অধিনায়ক এবং বোলিং আক্রমণটাও তরুণ। তবে শান নিজেই এই আক্রমণ নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে। সে জানত ফিটনেসের দিক থেকে কোন জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান দল।”
বিপর্যয় এড়াতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার পরামর্শ রামিজ রাজার।
“খুব অল্প সময়ের মধ্যে আপনাকে কৌশল বদলাতে হবে। হয়তো এখনই অধিনায়ক বদলানো যাবে না। তবে কৌশল বদলে সেরা ক্রিকেটারদের দলে নেওয়া জরুরি এখন। যাদের খেলার টেকনিক ভালো। এমনটা জরুরি নয় যে, যারা প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো করছে তারা আন্তর্জাতিক মঞ্চেও ভালো ফল এনে দেব।”