টেস্ট ক্রিকেট
পূর্ণ শক্তির দল নিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা।
Published : 08 Jul 2024, 04:20 PM
মূল ক্রিকেটারদের সবাইকে ফিরিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ খেলতে যাবে দক্ষিণ আফ্রিকা। অভিজ্ঞদের নিয়ে গড়া দলে প্রথমবার লাল বলের ক্রিকেটে ডাক পেলেন ম্যাথু ব্রিটস্কি।
ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেটাররা ব্যস্ত থাকায় গত ফেব্রুয়ারিতে দ্বিতীয় সারির দল নিয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছিল প্রোটিয়ারা। ওই দল থেকে শুধু ৩ জনকে রেখে সোমবার ১৬ সদস্যের পূর্ণশক্তির স্কোয়াড ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
কিউইদের বিপক্ষে খেলা ডেভিড বেডিংহ্যাম, ডেন প্যাটারসন ও ডেন পিটকে রাখা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলেও। দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের ভবিষ্যৎ ভাবা হচ্ছে বেডিংহ্যামকে।
এছাড়া মার্কো ইয়ানসেন ও আনরিখ নরকিয়ার অনুপস্থিতিতে পেস বিভাগে রেখে দেওয়া হয়েছে ৩৫ বছর বয়সী প্যাটারসনকে। আর কেশভ মহারাজের সঙ্গে স্পিন বিভাগের শক্তি বাড়াবেন পিট।
সম্প্রতি ডিন এলগারের অবসরের পর প্রোটিয়াদের ব্যাটিংয়ে শূন্যস্থান সৃষ্টি হয়েছে। এইডেন মার্করাম, টোনি ডি জর্জি, টেম্বা বাভুমাদের নিয়ে গড়া ব্যাটিং লাইনআপে ব্যাকআপ হিসেবেই মূলত নেওয়া হয়েছে এরই মধ্যে ৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ফেলা ব্রিটস্কিকে।
আপাতত নর্দাম্পটনশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলছেন ব্রিটস্কি। গত বছর 'এ' দলের হয়ে শ্রীলঙ্কা সফর করেছেন তিনি। সব মিলিয়ে ৫২টি প্রথম শ্রেণির ম্যাচে ৭ সেঞ্চুরি ও ১৪ ফিফটিতে ৩৭.১৬ গড়ে তিনি করেছেন ৩ হাজার ১২২ রান।
এছাড়া গত বছরের ওয়েস্ট ইন্ডিজ সফরের পর আবার দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান রায়ান রিকেলটন। আরেক উইকেটরক্ষক কাইল ভেরেইনার সঙ্গে একাদশে জায়গা পাওয়ার লড়াই হবে তার।
স্কোয়াডে একমাত্র পেস অলরাউন্ডার ভিয়ান মুল্ডার। টানা খেলার ব্যস্ততার কারণে বিশ্রাম দেওয়া হয়েছে ইয়ানসেনকে। এছাড়া পেস বিভাগে প্যাটারসন ছাড়া আছেন কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি ও নান্দ্রে বার্গার। কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়ানো নরকিয়াকে বিবেচনা করা হয়নি দলে।
মেজর লিগ ক্রিকেটে না থাকা ক্রিকেটারদের নিয়ে ডারবানে একটি প্রস্তুতি ক্যাম্প করবে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক বাভুমাসহ ব্রিটস্কি, ডি জর্জি, প্যাটারসন, মুল্ডার, স্টাবস ও ভেরেইনার এই অনুশীলন পর্বে থাকার কথা।
ত্রিনিদাদে আগামী ৭ অগাস্ট শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। পরে গায়ানায় ১৫ তারিখ থেকে শেষ ম্যাচ।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আপাতত ৭ নম্বরে রয়েছে প্রোটিয়ারা। ওয়েস্ট ইন্ডিজ ছাড়াও বাংলাদেশ, শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে একটি করে সিরিজ বাকি তাদের।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, ম্যাথু ব্রিটস্কি, নান্দ্রে বার্গার, জেরল্ড কুটসিয়া, টোনি ডি জর্জি, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ভিয়ান মুল্ডার, লুঙ্গি এনগিডি, ডেন প্যাটারসন, ডেন পিট, কাগিসো, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেল্টন, কাইল ভেরেইনা।