টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নতুন করে লিখলেন এই কিপার-ব্যাটসম্যান।
Published : 06 Sep 2024, 10:06 PM
ব্র্যাড কারির পরপর দুই বল ছক্কায় ওড়ালেন জশ ইংলিস। ৮৮ থেকে তিনি পৌঁছে গেলেন তিন অঙ্কের ঘরে। এরপর বেশিক্ষণ টিকতে পারলেন না। তবে এর আগেই বিধ্বংসী ব্যাটিংয়ে গড়লেন রেকর্ড।
এডিনবারায় শুক্রবার স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৯ বলে ১০৩ রানের ইনিংস খেলেন ইংলিস। ৭টি করে চার-ছক্কার ইনিংসে তিনি সেঞ্চুরি স্পর্শ করেন মাত্র ৪৩ বলে। অস্ট্রেলিয়ার হয়ে এই সংস্করণে দ্রুততম সেঞ্চুরি এটিই।
আগের রেকর্ডেও ছিল ইংলিসের নাম। তার সঙ্গে এতদিন রেকর্ডটি যৌথভাবে ছিল অ্যারন ফিঞ্চ ও গ্লেন ম্যাক্সওয়েলের।
২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ফিঞ্চ এবং ২০২৩ সালে ভারতের বিপক্ষে পাঁচ দিনের ব্যবধানে ইংলিস ও ম্যাক্সওয়েল ৪৭ বলে করেছিলেন সেঞ্চুরি।
সেই রেকর্ড এবার একার করে নিলেন ২৯ বছর বয়সী ইংলিস। বিশ্ব রেকর্ড থেকে অবশ্য বেশ দূরে তিনি। গত জুনে সাইপ্রাসের বিপক্ষে মাত্র ২৭ বলে তিন অঙ্ক স্পর্শ করেন এস্তোনিয়ার সাহিল চৌহান।
টস হেরে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া দ্বিতীয় ওভারে হারায় ট্রাভিস হেডকে। কারির বলে বাউন্ডারি মেরে যাত্রা শুরু করেন তিন নম্বরে নামা ইংলিস। পাওয়ার প্লের শেষ ওভারে ব্র্যাড হুইলের বলে দুটি ছক্কার পর চার মারেন তিনি।
নবম ওভারে মার্ক ওয়াটের বল ইনসাইড আউট শটে কাভারের ওপর দিয়ে ছক্কায় উড়িয়ে ২০ বলে ফিফটি পূর্ণ করেন ইংলিস। ১৪তম ওভারে ক্রিস গ্রিভসের বলে ছক্কা মেরে বল মাঠের বাইরে পাঠিয়ে দেন তিনি। কিছুক্ষণ বন্ধ থাকে খেলা।
পরে ১৮তম ওভারে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয়বার তিন অঙ্ক ছুঁয়ে পরের ওভারে ড্রেসিং রুমের পথ ধরেন এই কিপার-ব্যাটসম্যান। ২০ ওভারে ৪ উইকেটে ১৯৬ রান করে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এই সংস্করণে একাধিক সেঞ্চুরি করলেন ইংলিস। সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরি আছে ম্যাক্সওয়েলের, ইংলিসের সমান দুটি ফিঞ্চের।