টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন টেস্ট ক্রিকেটে আলো ছড়ানো শামার জোসেফ।
Published : 03 May 2024, 10:07 PM
ফ্লাইট মিস করে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়া শিমরন হেটমায়ারকে আরেকটি সুযোগ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বিধ্বংসী এই ব্যাটসম্যানকে নিয়ে আসছে বৈশ্বিক আসরের দল সাজিয়েছে তারা। প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে ডাক পেয়েছেন টেস্ট ক্রিকেটে আলো ছড়ানো পেসার শামার জোসেফ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে এবারের বিশ্বকাপ আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠের আসরের জন্য শুক্রবার ১৫ জনের দল দিয়েছে তারা।
গত বিশ্বকাপ থেকে বাদ পড়লেও পরে ঠিকই দলে জায়গা করে নেন হেটমায়ার। বাঁহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান টি-টোয়েন্টিতে জাতীয় দলের হয়ে সবশেষ খেলেন গত ডিসেম্বরে, ইংল্যান্ডের বিপক্ষে। ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া সফরে তাকে রাখেনি ক্যারিবিয়ানরা। এবার বিশ্বকাপ দিয়ে ফিরলেন তিনি দলে।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫৭ টি-টোয়েন্টি খেলা হেটমায়ার এখন আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে ব্যাট হাতে অবশ্য ফর্মে নেই তিনি। সাত ইনিংসে করেছেন কেবল ৮৩ রান।
গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক আঙিনায় পা রাখেন শামার। অভিষেক ম্যাচেই নেন ৫ উইকেট। পরের ম্যাচে গ্যাবায় চোট নিয়েও দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে ৭ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে এনে দেন অভাবনীয় জয়।
এরপর থেকেই এই পেসারকে সাদা বলে খেলানোর জন্য মুখিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। চোটের কারণে অনেক দিন বাইরে থাকা শামারকে এবার বিশ্বকাপ দলে রাখল দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত স্রেফ ৩ ম্যাচ খেলেছেন তিনি, পাননি কোনো উইকেট। আইপিএলে আছেন লাক্ষ্ণৌ সুপার জায়ান্টস দলে।
রভম্যান পাওয়েলের নেতৃত্বে বিশ্বকাপে খেলবে ক্যারিবিয়ানরা। তার ডেপুটি হিসেবে থাকবেন পেসার আলজারি জোসেফ। দলে আরও আছেন নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডার।
অবসর ভেঙে সুনিল নারাইনকে ফেরানোর চেষ্টায় ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু শেষ পর্যন্ত এই স্পিনিং অলরাউন্ডারের সিদ্ধান্ত বদলাতে পারেননি তারা।
ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ দলের বেশিরভাগই খেলছেন আইপিএলে। তাদেরকে যত দ্রুত সম্ভব ছেড়ে দেওয়ার জন্য বিসিসিআইকে বলেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ক্যারিবিয়ানদের সঙ্গে আছে পাপুয়া নিউগিনি, উগান্ডা, নিউ জিল্যান্ড ও আফগানিস্তান। আগামী ২ জুন পাপুয়া নিউগিনির বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করবে তারা।
ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ দল: রভম্যান পাওয়েল (অধিনায়ক), আলজারি জোসেফ (সহ-অধিনায়ক), জনসন চার্লস, রোস্টন চেইস, শিমরন হেটমায়ার, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, নিকোলাস পুরান, শেই হোপ, আন্দ্রে রাসেল, রোমারিও শেফার্ড, জেসন হোল্ডার, আকিল হোসেন, গুডাকেশ মোটি, শেরফেইন রাদারফোর্ড।