চ্যাম্পিয়ন্স ট্রফি
বাইরের আলোচনায় কান না দিয়ে উত্তরসূরিদের শান্ত থাকতে বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী পাকিস্তান অধিনায়ক।
Published : 13 Feb 2025, 07:03 PM
ক্রিকেট বিশ্বে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। দুই দলের খেলোয়াড়দের ওপরও পড়ে এই দ্বৈরথের প্রভাব, জেঁকে বসে স্নায়ুচাপ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চিরপ্রতিদ্বন্দ্বীদের মুখোমুখি হওয়ার আগে বাবর-রিজওয়ানদের শান্ত থাকার পরামর্শ দিয়েছেন সারফারাজ আহমেদ। অন্য সব প্রতিপক্ষের মতোই ভারতকে দেখতে বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী পাকিস্তান অধিনায়ক।
চ্যাম্পিয়ন্স ট্রফির সবশেষ আসরে সারফারাজের নেতৃত্বে শিরোপা জিতেছিল পাকিস্তান। ২০১৭ সালে এই টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়েই জয়োল্লাস করেছিল তারা।
দীর্ঘ আট বছর পর নতুন করে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় আসরে একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাইয়ে মুখোমুখি হবে প্রতিবেশী দুই দল। ম্যাচটি ঘিরে এরই মধ্যে শুরু হয়ে গেছে আলোচনা।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির শুভেচ্ছাদূত সারফারাজও টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ও আলোচিত ম্যাচটি নিয়ে কথা বলেছেন। সেখানেই বাবর-রিজওয়ানদের স্মার্ট ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন এই কিপার-ব্যাটসম্যান।
“যখনই আমাদের (ভারত-পাকিস্তান) দেখা হয়, এটা একটি বিশেষ উপলক্ষ। এই ম্যাচকে ঘিরে অনেক উত্তেজনা এবং চাপ থাকে।”
“কিন্তু খেলোয়াড় হিসেবে আপনাকে শান্ত থাকতে হবে, বাইরের আলোচনায় কান দেওয়া যাবে না এবং অস্ট্রেলিয়া বা অন্য যেকোনো দলের বিপক্ষে যেমন থাকে, সেই একই তীব্রতা নিয়ে খেলতে হবে।”
চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ধরে রাখার অভিযানে সফল হবে পাকিস্তান, আশা সারফারাজের। পাকিস্তানের বর্তমান দলটিকে বেশ পরিণত মনে হচ্ছে তার।
“শিরোপা ধরে রাখার খুব ভালো সুযোগ আছে পাকিস্তানের এবং আমি মনে করি তাদের দলটিও শক্তিশালী। ২০১৭ সালে শিরোপা জেতা দলের কয়েকজন এবারও আছে এবং আমরা সেরাদের নিয়ে কথা বলছি, বিশেষ করে বাবর আজমকে নিয়ে।”
“২০১৭ সালে খেলা বাবরের চেয়ে এখন সে আলাদা, আরও পরিণত খেলোয়াড় এবং ক্রিকেটে প্রভাব বিস্তারকারীদের একজন। পাকিস্তানের জন্য তার ব্যাটিং যেমন গুরুত্বপূর্ণ হবে, তেমনি ফাখার জামানেরও।”
পাকিস্তানের বর্তমান অধিনায়ক রিজওয়ানও কিপার-ব্যাটসম্যান। সারফারাজের মতে, এটা নেতৃত্বে বাড়তি সুবিধা দেবে রিজওয়ানকে।
“শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ দারুণ বোলার এবং ভালো খেলছে। আর অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানও উইকেটকিপার-ব্যাটসম্যান, যা ২০১৭ সালে আমার জন্য বেশ ভালো কাজ করেছিল!”
গ্রুপ পর্বে পাকিস্তানের অন্য দুই প্রতিপক্ষ নিউ জিল্যান্ড ও বাংলাদেশ। আগামী ১৯ ফেব্রুয়ারি কিউইদের বিপক্ষে তাদের ম্যাচ দিয়েই পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। বাংলাদেশের মুখোমুখি হবে তারা ২৭ ফেব্রুয়ারি।