টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব দিতে ইচ্ছুক নন বলে শান্ত জানিয়েছেন বিসিবি সভাপতিকে, তবে বোর্ড এখনও সিদ্ধান্ত নেয়নি।
Published : 03 Jan 2025, 09:49 PM
অধিনায়কত্বের মেয়াদ শেষ হয়ে গেলেও আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্তই। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে আর তিনি নেতৃত্ব দিতে ইচ্ছুক নন বলে জানিয়ে দিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদকে।
গত বছর নাজমুল হাসান (পাপন) সভাপতি থাকার সময় এক বছরের জন্য তিন সংস্করণেই অধিনায়কের দায়িত্ব দেন শান্তকে। সেই বছর শেষ হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে তাই আপাতত কোনো অধিনায়ক নেই বাংলাদেশ দলের।
বিসিবি সভাপতি ফারুক আহমেদ অবশ্য শান্তর নেতৃত্বের মেয়াদ সম্পর্কে জানতেন না। বিপিএলের ম্যাচ চলার ফাঁকে বৃহস্পতিবার প্রেসবক্সে কথোপকথনের সময় সংবাদকর্মীদের কাছ থেকে তিনি জানতে পারেন অধিনায়কের মেয়াদ শেষ হয়ে গেছে।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নেতৃত্বে পরিবর্তন আসছে না, সেটি নিশ্চিত করে দিলেন বিসিবি প্রধান।
“শান্ত তো দলের বাইরে গেছে ইনজুরির জন্য। সে ফিরবে অধিনায়ক হয়েই। ওর মেয়াদ আপনারা বলছেন যে গত বছর পর্যন্ত ছিল। তবে আমরা যা ভেবেছি, ও চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অধিনায়ক থাকবে। পরেরটি আমরা পরে দেখব। তবে আপাতত সে থাকবে।”
চোটের কারণে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি শান্ত। সেই সফরে টেস্ট ও ওয়ানডে সফরে নেতৃত্ব দেন মেহেদী হাসান মিরাজ, টি-টোয়েন্টি লিটন কুমার দাস। শান্ত চোট কাটিয়ে সম্প্রতি মাঠে ফিরেছেন এবারের বিপিএল দিয়ে।
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশের আর কোনো খেলা নেই। বিপিএল শেষ হবে আগামী ৭ ফেব্রুয়ারি। এরপর কয়েক দিন পরই চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যাবেন শান্তরা।
চ্যাম্পিয়ন্স ট্রফির পর শান্ত টেস্ট ও ওয়ানডে অধিনায়ক থাকবেন কি না, সেটি বলবে সময়ই। তবে টি-টোয়েন্টির নেতৃত্বে বদল আসা অনেকটাই নিশ্চিত করে দিলেন বোর্ড প্রধান।
“সে (শান্ত) ইচ্ছাপোষণ করেছে যে, টি-টোয়েন্টির অধিনায়কত্ব করতে চায় না। হি ইজ নট কমফরটেবল, যেটা আমাকে প্রথমে বলেছিল। ওখানে আমরা অন্য কিছু চিন্তা করছি। তবে আমাদের পরের টি-টোয়েন্টির অনেক দিন বাকি আছে। এটা এই মুহূর্তের ইস্যু নয়। এটা নিয়ে আমরা অপেক্ষা করতেই পারি।”
টি-টোয়েন্টি ক্রিকেটে শান্ত নেতৃত্ব তো বটেই, দলে তার জায়গা নিয়েই প্রশ্ন উঠেছে নিয়মিত। ৪৯ টি-টোয়েন্টি খেলে ৪ ফিফটিত ৯৬০ রান করতে পেরেছেন তিনি ২২.৮৫ গড়ে। স্ট্রাইক রেট মাত্র ১০৮.৩৫। সবশেষ ১৮ ইনিংসে ফিফটি নেই তার। নেতৃত্বে ২৪ ম্যাচে তার ব্যাটিং গড় ১৮.৭৬, স্ট্রাইক রেট ১০৪.২৩।
বাংলাদেশের পরের টি-টোয়েন্টি সিরিজ মার্চ-এপ্রিলে দেশের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর মে মাসে আছে পাকিস্তান সফর।