আক্রান্ত ক্রিকেটাররা সুস্থ হওয়ার পথে রয়েছে জানিয়েছে পিসিবি।
Published : 17 Oct 2023, 10:15 PM
বিশ্বকাপ খেলতে গিয়ে ভাইরাস সংক্রমণে নাজেহাল পাকিস্তান। দলের বেশ কয়েকজন ক্রিকেটার তীব্র জ্বর ও ফ্লুতে আক্রান্ত। কোয়ারেন্টাইনে আছেন আব্দুল্লাহ শাফিক। এছাড়া আক্রান্তের তালিকায় রয়েছে শাহিন শাহ আফ্রিদি, সাউদ শাকিল, জামান খানের নাম।
বেঙ্গালোরে আগামী শুক্রবার অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে পাকিস্তান। তার আগে আফ্রিদির সুস্থ হওয়ার আশা করছে তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার ক্রিকেটারদের শারীরিক অবস্থার ব্যাপারে সবশেষ তথ্য জানিয়েছে পিসিবি।
“গত কিছু দিনে কয়েকজন ক্রিকেটার জ্বরে আক্রান্ত হয়েছিল। আক্রান্তের বেশিরভাগ পুরো সুস্থ হয়ে উঠেছেন। যারা এখনও সেরে ওঠার পর্যায়ে, তারা চিকিৎসা বিভাগের পর্যবেক্ষণে রয়েছেন।”
সঙ্গত কারণেই আক্রান্ত ক্রিকেটারদের নাম জানায়নি পিসিবি। তবে ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে জানা গেছে, আক্রান্ত ক্রিকেটারদের নাম। তাদের মধ্যে কারোরই ডেঙ্গু জ্বরের উপসর্গ নেই।
সুস্থতার পথে থাকলেও মঙ্গলবার পাকিস্তানের ঐচ্ছিক অনুশীলনে যোগ দেননি বেশ কয়েকজন ক্রিকেটার।
এর আগে আহমেদাবাদে গত শনিবার ভারতের বিপক্ষে ম্যাচের সময়ও ফ্লুতে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন উসামা মির।