বিপিএল
ফরচুন বরিশালের হয়ে প্রথমবার বিপিএল খেলতে এসেছেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।
Published : 28 Dec 2024, 04:00 PM
প্রশ্নোত্তর পর্ব শুরুর আগে একবার বাংলা উচ্চারণে ‘ভালোবাসি’ বললেন শাহিন শাহ আফ্রিদি। পরে শেষ করে ফেরার সময় আবার চওড়া হাসিতে ‘ভালোবাসি’ বলে যান পাকিস্তানি পেসার। বিপিএল খেলতে এসে প্রথম দিন যে বেশ উপভোগ করছেন, সেটিরই যেন টুকরো ছাপ সংবাদমাধ্যমের সঙ্গে তার প্রাণোচ্ছ্বল কথোপকথন।
বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে আফ্রিদি রাজি হয়েছেন মূলত তামিম ইকবালের ডাকে। বিপিএলের ১১তম আসরে অংশ নিতে শুক্রবার রাতে চলে এসেছেন বাঁহাতি পেসার। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের হয়ে মাঠে নামবেন তিনি।
বাংলাদেশে এসে প্রস্তুতি শুরু করতে একদম সময় নেননি আফ্রিদি। ১২ ঘণ্টারও কম সময়ের মধ্যে দলের সঙ্গে শনিবার চলে আসেন অনুশীলনে। বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমি মাঠে অধিনায়ক তামিম, অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমদের সঙ্গে খোশ মেজাজেই দেখা যায় আফ্রিদিকে।
পরে অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমার জন্য তো তামিম ইকবালের ফোন কল (বিপিএলে খেলতে আসার পেছনে কারণ)।’
এখন পর্যন্ত নিজ দেশের পিএসএল ছাড়াও সংযুক্ত আরব আমিরাতের আইএলটি-টোয়েন্টি, ইংল্যান্ডের দা হান্ড্রেড ও ভাইটালিটি ব্লাস্টে খেলেছেন আফ্রিদি। বিপিএলে এর আগে খেলার ইচ্ছা থাকলেও অন্যান্য ব্যস্ততায় আসতে পারেননি।
এবার তামিমের ফোন পেয়ে তাই রাজি হয়ে যান আফ্রিদি।
“তামিম ভাই আমাকে যখনই কল করেন (আমি তৈরি থাকি)। গত বছর আন্তর্জাতিক সূচিতে ব্যস্ত ছিলাম। গত ২-৩ বছরই নানা কারণে খেলতে পারিনি। এবার সময় পেয়েছি। আশা করি, এখানে ভালো ক্রিকেট খেলতে পারব।”
প্রথমবার বিপিএল খেলতে এসে অবশ্য টুর্নামেন্টের শেষ পর্যন্ত খেলতে পারবেন না আফ্রিদি। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে থাকার কথা তার। তাই বরিশালের হয়ে পাঁচটি ম্যাচ খেলতে পারেন ২৪ বছর বয়সী পেসার।
আপাতত রোমাঞ্চ নিয়ে টুর্নামেন্ট শুরুর অপেক্ষায় আফ্রিদি।
“বাংলাদেশ (প্রিমিয়ার) লিগে খেলার জন্য আমি রোমাঞ্চিত। তামিম ভাই যখন এই দলে খেলার জন্য কল দিলেন, তখন থেকেই আমি অপেক্ষায়। আপাতত সামনে তাকিয়ে। বাংলাদেশের মানুষ ক্রিকেট ভালোবাসে এবং তারা নিজেদের সুপারস্টারদের ভালোবাসে। আশা করি ভালো করতে পারব।”
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী সোমবার উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বরিশাল। তাদের প্রথম প্রতিপক্ষ দুর্বার রাজশাহী।